প্রণবের পরে কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে বাংলার অধীর

প্রণববাবুর বিদায়ের পরে অধীরবাবুই প্রথম বাংলার কংগ্রেস নেতা, যিনি দলের সর্বোচ্চ কমিটিতে ডাক পেলেন।

Advertisement

সন্দীপন চক্রবর্তী

চেন্নাই শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৯ ০০:৫৭
Share:

ছবি: পিটিআই।

কংগ্রেসের সর্বোচ্চ নীতিনির্ধারক ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) সদস্য হলেন অধীর চৌধুরী। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পরে বাংলা থেকে আর কেউ ওয়ার্কিং কমিটিতে যাননি। সক্রিয় রাজনীতি থেকে প্রণববাবুর বিদায়ের পরে অধীরবাবুই প্রথম বাংলার কংগ্রেস নেতা, যিনি দলের সর্বোচ্চ কমিটিতে ডাক পেলেন। সাধারণত কংগ্রেসের লোকসভার নেতা যিনি হন, তাঁকে ওয়ার্কিং কমিটিতে জায়গা দেওয়া হয়।

Advertisement

এখন দলের লোকসভার নেতা অধীরবাবুকে ওই কমিটিতে অন্তর্ভুক্ত করার কথা মঙ্গলবার রাতে আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিয়েছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গাঁধী। তাঁকে আগামী ১০ অগস্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। কংগ্রেস সভাপতি নির্বাচনে অচলাবস্থা নিয়ে ওই বৈঠকেই আলোচনা হওয়ার কথা। দিল্লি থেকে বুধবার অধীরবাবু বলেন, ‘‘সনিয়া গাঁধী আমাকে ওয়ার্কিং কমিটিতে জায়গা দেওয়ার কথা বলেছেন। দলীয় নেতৃত্ব যা দায়িত্ব দিচ্ছেন, সাধ্যমতো তা পালন করার চেষ্টা করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement