অভিনেতা নাগার্জুন। —ফাইল চিত্র।
মলদ্বীপ সফর এ বার বাতিল করলেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুনও।
আগামী বুধবার, ১৭ জানুয়ারি মলদ্বীপ বেড়াতে যাওয়ার কথা ছিল তাঁর। সৈকতে ছুটি কাটানোর সমস্ত পরিকল্পনাই ছিল প্রস্তুত। কিন্তু শেষ মুহূর্তে ‘প্ল্যান’ বদলে ফেললেন দক্ষিণী অভিনেতা। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘মলদ্বীপ নয়, এ বার লক্ষদ্বীপেই যাব।’’
ভারতের সঙ্গে দ্বীপরাষ্ট্র মলদ্বীপের সম্পর্কে উন্নতির কোনও লক্ষ্যণ দেখা যায়নি রবিবার পর্যন্ত। বরং মলদ্বীপ রবিবার আরও এক ধাপ এগিয়ে ভারত সরকারকে বলেছে, দেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করে নিতে। এর মধ্যেই দক্ষিণ ভারতের সিনেমা জগতের এই অভিনেতার একটি সাক্ষাৎকার প্রকাশ্যে আসে। সেখানেই নাগার্জুনকে বলতে শোনা যায়, ‘‘আগামী ১৭ জানুয়ারি আমার মলদ্বীপ যাওয়ার টিকিট কাটা ছিল। এক টানা কাজের থেকে একটু বিরতি নিতেই মলদ্বীপে যাব ভেবেছিলাম। কিন্তু এখন আর যাব না। টিকিট বাতিল করে দিয়েছি। ঠিক করেছি, আগামী সপ্তাহেই লক্ষদ্বীপে বেড়াতে যাব।’’
কেন টিকিট বাতিল করেছেন? তার কারণও ব্যাখ্যা করেছেন নাগার্জুন। দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বলেছেন, ‘‘আমি ভয় পেয়ে টিকিট বাতিল করিনি। আসলে মলদ্বীপ ভারতের সঙ্গে যা করেছে বা করছে তা মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে যে ভাষা ওই দেশের মন্ত্রীরা (বর্তমানে সাসপেন্ড হওয়া মন্ত্রী) প্রয়োগ করেছেন, তা অস্বাস্থ্যকর এবং অত্যন্ত গর্হিত।’’
নাগার্জুন বলেছেন, ‘‘মলদ্বীপে যা হচ্ছে, তা আসলে তাদেরই কর্মফল। যেকোনও ক্রিয়ারই বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। মলদ্বীপকে এখন সেটাই ভুগতে হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী যে ১৫০ কোটির একটি দেশের নেতা। সেটা ভোলা উচিত হয়নি।’’
দক্ষিণী তারকা এ-ও জানিয়েছেন লক্ষদ্বীপের কোন দ্বীপে যাওয়ার ইচ্ছে তাঁর। নাগার্জুনা ঢালাও প্রশংসা করেছেন লক্ষদ্বীপের বাঙ্গারাম দ্বীপটির। তিনি নিজে সেখানেই আগামী সপ্তাহে তাঁর ছুটি কাটাতে যাচ্ছেন কি না স্পষ্ট না করলেও সাক্ষাৎকারে তাঁর সিনেমার সঙ্গীত পরিচালককে বাঙ্গারামে ছুটি কাটাতে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন নাগার্জুন।
উল্লেখ্য, ভারত-মলদ্বীপ বিতর্কে দেশের বহু তারকাই মলদ্বীপ সফর বাতিল করেছেন। এ বার সেই তালিকায় জুড়লেন দক্ষিণের এই সুপারস্টারও।