bureaucrat BK Bansal

বউ, মেয়ের পর এ বার ছেলেকে নিয়ে আত্মঘাতী দিল্লির সেই প্রাক্তন আমলা

দুর্নীতির দায়ে অভিযুক্ত এক প্রাক্তন আমলার অস্বাভাবিক মৃত্যু হল দিল্লিতে। পাশাপাশি, মঙ্গলবার সকালে তাঁর ২৫ বছরের ছেলের দেহও উদ্ধার করা হয়েছে ওই দিল্লির ওই বাড়ি থেকে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা দু’জনেই আত্মহত্যা করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৭
Share:

দুর্নীতির দায়ে অভিযুক্ত এক প্রাক্তন আমলার অস্বাভাবিক মৃত্যু হল দিল্লিতে। পাশাপাশি, মঙ্গলবার সকালে তাঁর ২৫ বছরের ছেলের দেহও উদ্ধার করা হয়েছে ওই দিল্লির ওই বাড়ি থেকে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা দু’জনেই আত্মহত্যা করেছেন। গত জুলাই মাসেই প্রাক্তন ওই আমলা বি কে বনশলের স্ত্রী এবং মেয়ে আত্মহত্যা করেছিলেন এই বাড়িতে।

Advertisement

কর্পোরেট বিষয়ক মন্ত্রকের জেনারেল ডিরেক্টর পদে কাজ করতেন বনশল। সেখানে কর্মরত অবস্থায় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। মুম্বইয়ের একটি কোম্পানির কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা ঘুষ নেন তিনি। তদন্তে নেমে সিবিআই তাঁর দিল্লির বাড়িতে তল্লাশি চালায়। সেই সময় তাঁর বাড়ি থেকে প্রায় ৬০ লাখ টাকা, জমিজমা সংক্রান্ত প্রচুর কাগজপত্র এবং প্রায় ৬০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মেলে। এর পরেই গ্রেফতার করা হয় বনশলকে।

বাড়িতে সিবিআই তল্লাশি হওয়ার দু’দিন পরে বনশলের বাড়ি থেকে তাঁর স্ত্রী এবং মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেখান থেকে একটি সুইসাইড নোট মেলে। ওই নোটে লেখা ছিল, তল্লাশির ঘটনায় অপমানিত হয়ে তাঁরা দু’জনে আত্মহত্যা করেছেন। সেই সময় বনশল পুলিশি হেফাজতে ছিলেন। তাঁর ছেলেকেও গোয়েন্দারা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, ডিরেক্টর পদে কাজ করার সময় মুম্বইয়ের একটি কোম্পানির ব্যবসা সংক্রান্ত দুর্নীতি ধরা পড়ে বনশলের হাতে। তদন্ত ধামাচাপা দিতে ওই কোম্পানির কাছে ২০ লাখ টাকা ঘুষ চেয়েছিলেন। কোম্পানিটি ৯ লাখ টাকা দিয়েওছিল বনশলকে। এর পরেই তদন্তে নেমে সিবিআই তাঁকে গ্রেফতার করে।

আরও পড়ুন- খাটিয়া লুটের পরে রাহুলের দিকে এ বার ধেয়ে এল জুতো

আরও পড়ুন- দুর্গোৎসবের নতুন স্বাদ আনন্দ উৎসবে

আরও পড়ুন- মিলন হোক উৎসবের আঙিনায়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement