Firecracker Storage Accident

বাজি প্রদর্শনী থেকে ছড়াল আগুন, কেরলে মধ্যরাতের দুর্ঘটনায় আহত ১৫০-রও বেশি, আশঙ্কাজনক ৮

কেরলের নীলেশ্বরমে একটি মন্দিরের কাছে বাজি প্রদর্শনী চলছিল। সেই সময়েই আচমকা দুর্ঘটনা ঘটে। বাজির গুদামে বিস্ফোরণ এবং আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় অন্তত ১৫০ জন আহত হয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ০৭:৫৯
Share:

সোমবার রাতে কেরলের নীলেশ্বরমে বাজি প্রদর্শনীর সময় দুর্ঘটনা। ভিডিয়ো: এক্স।

কেরলের নীলেশ্বরমের কাছে বাজির গুদামে আগুন লেগে আহত হয়েছেন শতাধিক মানুষ। প্রাথমিক ভাবে খবর, ১৫০ জনেরও বেশি মানুষ জখম হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত আট জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার রাতে নীলশ্বরমের কাছে একটি মন্দিরে অনুষ্ঠান চলছিল। প্রচুর মানুষের ভিড় ছিল সেখানে। বেশি রাতের দিকে মন্দির সংলগ্ন একটি বাজির গুদামে আচমকা আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুন নেভানোর কাজ শুরু হয়। জেলাশাসক, পুলিশ সুপারও রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান।

Advertisement

আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেঙ্গালুরু, কান্নুর এবং কসরগড়ের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মন্দির সংলগ্ন এলাকায় আতসবাজির প্রদর্শনী চলছিল। সেই সময়েই একটি বাজি দুর্ঘটনাবশত সংলগ্ন বাজির গুদামের দিকে চলে যায়। তা থেকেই আগুন ধরে যায় বাজির গুদামে। গুদামে আরও প্রচুর পরিমাণে বাজি মজুত রাখা ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও আগুন লাগার কারণ সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। বিষয়টি খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকেরা।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দুর্ঘটনায় ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং আট জনের অবস্থা আশঙ্কাজনক। যদিও প্রত্যেকে অগ্নিদগ্ধ কি না, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। পিটিআইয়ের সমাজমাধ্যম হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, অনুষ্ঠান প্রাঙ্গণে প্রচুর মানুষের ভিড়। আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ হয় বাজির গুদামে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অনেকটা এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। নিমেষে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। এর পরই ভিড়ের মধ্যে হইচই শুরু হয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন মানুষ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement