আবু সালেম। ফাইল চিত্র।
যাবজ্জীবন কারাদণ্ড আগেই হয়েছিল। কুখ্যাত ‘মাফিয়া ডন’ আবু সালেমকে বৃহস্পতিবার অন্য একটি মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দিল দিল্লির আদালত।
অশোক গুপ্তা নামে এক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের তোলা দাবি করার ঘটনায় নাম জড়ায় আবু সালেমের। ঘটনাটি ২০০২ সালের। ৫ কোটি টাকা তোলা না দিলে অশোক গুপ্তাকে খুনের হুমকি দিয়েছিল আবু সালেম। ২০০২ সালে পর্তুগালের রাজধানী লিসবনে গ্রেফতার হয় আবু সালেম।
১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে পর্তুগাল সরকার সালেমকে তুলে দেয় ভারতের হাতে। তবে ওই সময় ভারত এবং পর্তুগাল সরকারের মধ্যে একটি চুক্তি হয়। তাতে ধারাবাহিক বিস্ফোরণের মামলায় দোষী সাব্যস্ত হলেও সালেমকে ফাঁসি দেওয়া হবে না বলে লিসবনকে প্রতিশ্রুতি দিয়েছিল দিল্লি। গত বছর ওই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় টাডা আদালত।
আরও পড়ুন: এনডিএ-র হয়ে লড়বে শিবসেনা? অমিতকে কথা দেননি উদ্ধব
আরও পড়ুন: কাশ্মীরে অস্ত্রহীন অভিযানে নামল সেনা, শুরু অপারেশন অল ইন
শুধু নাশকতাই নয়, ডি কোম্পানির হয়ে তোলাবাজির ঘটনাতেও জড়িত ছিল আবু সালেম। দিল্লির ব্যবসায়ী অশোক গুপ্তার কাছ থেকে তোলা চাওয়ার ঘটনায় সালেমকে গত ২৬ মে দোষী সাব্যস্ত করেছিল দিল্লির আদালত। এ দিন সেই মামলার সাজা ঘোষণা করা হল। আবু সালেম এখন বন্দি রয়েছে মুম্বইয়ের আর্থার রোড জেলে।