প্রতীকী ছবি।
দ্বিতীয় তরঙ্গে কোভিড থেকে সুস্থ হওয়া রোগীদের রক্তে শর্করার পরিমাণ অস্বাভাবিক ভাবে বাড়ছে। সম্প্রতি এক সমীক্ষার পর এমনই দাবি করল পটনা এমস।
কোভিডমুক্ত হয়েছেন এমন ৩ হাজার রোগীর উপর সমীক্ষা চালায় এমস। কোভিড থেকে সেরে ওঠার পর তাঁদের শারীরিক অবস্থা কেমন আছে সে সম্পর্কে খোঁজ নেন এমস কর্তৃপক্ষ।
হাসপাতালের পোস্ট-ট্রমা বিভাগের চিকিৎসক অনিল কুমারের দাবি, কোভিডমুক্ত রোগীরা তাঁদের কাছে ১১ ধরনের শারীরিক সমস্যার কথা জানিয়েছেন। তার মধ্যে যেমন ক্লান্তি, ক্ষুধামন্দার মতো বিষয়গুলো রয়েছে, তেমন রয়েছে দেহে রক্ত শর্করার অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি।
এমস কর্তৃপক্ষের দাবি, ৩ হাজার রোগীর মধ্যে ৪৮০ জন জানিয়েছেন তাঁদের রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছে। ৮৪০ জন জানিয়েছেন নমুনা তাঁরা খুবই দুর্বল। ৬৩৬ জন জানিয়েছেন, কোভিডমুক্ত হওয়ার পরও তাঁদের মধ্যে ক্লান্তি ভাব রয়েছে।