National News

মাতৃগর্ভে যুদ্ধবিদ্যা শিখেছিলেন অভিমন্যু, এটা বিজ্ঞানভিত্তিক প্রমাণিত! দাবি উত্তরপ্রদেশের মন্ত্রীর

মন্ত্রী বলেন, অর্জুনপুত্র অভিমন্যু মাতৃগর্ভে থাকার সময়ই চক্রব্যুহে ঢোকার রণকৌশল শিখে ফেলেছিলেন। হিন্দু ধর্মের এই পৌরাণিক কাহিনী বর্তমানে বিজ্ঞানীরা প্রমাণ করে ফেলেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ১৫:৪৫
Share:

মাতৃগর্ভেই যুদ্ধবিদ্যা শিখেছিলেন অভিমন্যু, বিজ্ঞানভিত্তিক ভাবে তা প্রমাণিত, দাবি সুরেশ খান্নার। ছবি: টুইটারের সৌজন্যে

মাতৃগর্ভে থাকাকালীনই যুদ্ধবিদ্যা শিখেছিলেন অভিমন্যু। মহাভারতের এই কাহিনি প্রায় সবারই জানা। কিন্তু যেটা জানা ছিল না, অভিমন্যুর এই কাহিনি নাকি বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের নগরোন্নয়নমন্ত্রী। শুধু জানানোই নয়, গর্ভাবস্থার কোন কোন সময়ে মায়েরা কিছু শিখলে সন্তানও শিখে ফেলতে পারে, সেই সময়ও নির্দিষ্ট করে দিয়েছেন মন্ত্রী। চিকিৎসকরা অবশ্য মন্ত্রীর দাবি উড়িয়ে দিয়ে বলছেন, ‘বাড়াবাড়ি’।

Advertisement

উপলক্ষ ছিল ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল’। তার প্রথম দিন শুক্রবার ছিল ‘গ্লোবাল ইন্ডিয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টকহোল্ডারস সেশন। সাম্প্রতিক বিজ্ঞানের অগ্রগতির নিয়ে এই আলোচনার উদ্বোধনের জন্য আমন্ত্রিত ছিলেন উত্তরপ্রদেশের নগরোন্নয়নমন্ত্রী সুরেশ খন্না। সেখানেই তিনি বলেন, ‘‘অর্জুনপুত্র অভিমন্যু মাতৃগর্ভে থাকার সময়ই চক্রব্যুহে ঢোকার রণকৌশল শিখে ফেলেছিলেন। হিন্দু ধর্মের এই পৌরাণিক কাহিনী বর্তমানে বিজ্ঞানীরা প্রমাণ করে ফেলেছেন। শুধু তাই নয়, নির্দিষ্ট করে মন্ত্রী সুরেশ খন্না দাবি করেন, অন্তঃসত্ত্বা অবস্থায় দ্বিতীয়, তৃতীয় এবং অষ্টম মাসে মা কোনও কিছু শিখলে, সন্তানও পেটের মধ্যেই সেই বিদ্যা রপ্ত করতে পারে।

মন্ত্রীর এই দাবি কতটা সত্যি? এ নিয়ে কলকাতার বিশিষ্ট শিশু চিকিৎসক প্রবাল নিয়োগী আনন্দবাজার ডট কম-কে জানান, ‘‘সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গিয়েছে, মায়ের গর্ভে থাকাকালীন সন্তান কিছু কিছু অনুভুতি উপলব্ধি করতে পারে। শব্দ শুনতে পায়। যেমন মা গান শুনলে, সন্তান সেটা উপলব্ধি করতে পারে। আবার মায়ের হৃদস্পন্দনও শুনতে পায়। গবেষণায় এ-ও দেখা গিয়েছে, মা গান শুনলে অনেক সময় গর্ভের সন্তান কিছুটা শান্ত আচরণ করে। কিন্তু গর্ভাবস্থায় যুদ্ধবিদ্যা রপ্ত করা, এটা বড্ড বাড়াবাড়ি।’’

Advertisement

আরও পড়ুন: তনুশ্রীর সঙ্গে সেটে কী হয়েছিল? ভাইরাল হল ১০ বছর আগের ভিডিও

আর মহাভারতে কী আছে?

মহাভারতে পাণ্ডবদের পক্ষের যোদ্ধাদের মধ্যে একমাত্র অর্জুনই চক্রব্যুহে ঢোকা এবং সেখান থেকে শত্রুদের মেরে বাইরে বেরিয়ে আসার যুদ্ধকৌশল জানতেন। অভিমন্যু যখন স্ত্রী সুভদ্রার গর্ভে, সেই সময় একদিন অর্জুন সুভদ্রাকে চক্রব্যুহে প্রবেশ এবং সেখান থেকে বেরনোর কৌশল গল্পের ছলে বলেন। কিন্তু শুধুমাত্র প্রবেশের কৌশল শোনার পরই ঘুমিয়ে পড়েন সুভদ্রা। সুভদ্রার গর্ভে থেকে বাবা অর্জুনের ওই গল্প শুনেই অভিমন্যু চক্রব্যুহে প্রবেশের রণবিদ্যা শিখে নেন। কিন্তু সুভদ্রা ঘুমিয়ে পড়ায় চক্রব্যুহ থেকে বেরনোর উপায় আর জানা হয়নি অভিমন্যুর। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে চক্রব্যুহে ঢুকেও বেরোতে না পেরে তাঁকে অসহায় ভাবে প্রাণ দিতে হয়েছিল।

আরও পড়ুন: কুকুরের কাছে ক্ষমা না চাওয়ায় যুবককে পরপর ছুরি মেরে খুন

এ হেন পৌরাণিক এক উপাখ্যানের পিছনে বৈজ্ঞানিক যুক্তি খুঁজতে যাওয়া অর্থহীন। কিন্তু মন্ত্রী সেটাই করেছেন। তাও আবার এমন এক অনুষ্ঠানে ফাঁস করেছেন, যেখানে দেশ বিদেশের তাবড় বিজ্ঞানীরা উপস্থিত। যথারীতি মন্ত্রীর এই ভাষ্যের পরই বিতর্ক দানা বেঁধেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement