ছবি: পিটিআই।
অমিত শাহ সিএএ নিয়ে আলোচনার জন্য আন্দোলনকারী মঞ্চের ১৪ জনের প্রতিনিধি দলকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই প্রস্তাব ফিরিয়ে দিল আসু। অবশ্য অসম চুক্তির ছ’নম্বর দফা রূপায়ণ কমিটির চার সদস্যের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়ে আপত্তি নেই। ১৫ জানুয়ারি রিপোর্ট জমা দেওয়ার কথা ওই কমিটির। আসু উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য জানান, ‘‘কেন্দ্রকে বার্তা দিতে চাই, অসম চুক্তির ৬ নম্বর দফা রূপায়ণ হলেও অসমে সিএএ মানা হবে না।’’
সমুজ্জ্বলের অভিযোগ, ২২ জানুয়ারি সিএএ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। অথচ শুক্রবার সিএএ চালু করে দিয়েছে কেন্দ্র।