লাভজনক পদ বিতর্কে প্রশ্নচিহ্নের মুখে দিল্লির ২১ জন আপ বিধায়কের ভবিষ্যৎ। তাঁদের বিভিন্ন দফতরে পরিষদীয় সচিবের পদ দিয়েছিল কেজরীবাল সরকার। ওই সচিবদের সরকারি সুবিধে দিতে সম্প্রতি দিল্লি বিধানসভায় পাশ হওয়া একটি বিল ছাড়পত্রের জন্য পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে। সূত্রের খবর, এক সঙ্গে দু’টি ক্ষেত্র থেকে বিধায়করা সরকারি সুবিধে পেতে পারেন না, এই যুক্তিতে ওই বিলটি ফেরত পাঠান রাষ্ট্রপতি। বিধায়কেরা লাভজনক পদ সংক্রান্ত নিয়মভঙ্গ করেছেন কি না তা-ও নির্বাচন কমিশনকে দেখার নির্দেশ দেন রাষ্ট্রপতি। অস্বস্তিতে পড়ে আপের দাবি, পরিষদীয় সচিবরা সরকারি সুবিধে নেননি। ফলে নিয়ম ভাঙার প্রশ্ন নেই। নরেন্দ্র মোদীই কলকাঠি নেড়ে আপকে বিপাকে ফেলার চেষ্টা করছেন।