—ফাইল চিত্র।
রাজধানীর বাসে বা মেট্রোয় চড়লে আর ভাড়া দিতে হবে না মহিলাদের, এমনটাই পরিকল্পনা করছে দিল্লির আপ সরকার। সম্প্রতি দিল্লি মেট্রোকে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন আম আদমি পার্টি (আপ)-র পরিবহণমন্ত্রী কৈলাস গহলৌত। তবে বিষয়টি আদৌ কার্যকরী হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দিহান দিল্লি মেট্রো কর্তৃপক্ষ।
আপ সরকারের এক আধিকারিক বলেন, “সরকারি পরিবহণে যাতে মহিলারা বিনাভাড়ায় যাতায়াত করতে পারেন, তা নিয়ে চিন্তা-ভাবনা করছে রাজ্য সরকার। তার জন্য দিল্লি মেট্রো রেল কর্পোরেশন, দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং অন্যান্য বাস মালিকদের যা আর্থিক ক্ষতি হবে, তা বহন করবে রাজ্য সরকার।” ওই আধিকারিক জানিয়েছেন, মেট্রোতে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা নিয়ে সম্প্রতি দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)-র শীর্ষ কর্তাদের সঙ্গে একটি বৈঠক করেছেন পরিবহণমন্ত্রী কৈলাস গহলৌত। সরকারের প্রস্তাবটি বাস্তবায়িত করা সম্ভব কি না, তা রেলকর্তাদের দেখতে বলেছে তিনি। এ বিষয়ে রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব জমা দেওয়ার জন্য ডিএমআরসি-কে জানিয়েছেন গহলৌত। কী ভাবে তা বাস্তবায়িত করা যায়, তা-ও জানাতে বলা হয়েছে ওই প্রস্তাবে।
তবে ডিএমআরসি কর্তাদের মতে, মেট্রোয় মহিলাদের বিনাভাড়ায় যাতায়াতের ব্যবস্থা করাটা তাঁদের কাছে বেশ চ্যালেঞ্জের কাজ হবে। কারণ, অতিরিক্ত আর্থিক চাপ সামলানোটা সহজ কাজ হবে না।
আরও পড়ুন: ভেঙে দেওয়া হোক সব গাঁধীমূর্তি, বিতর্কিত টুইট আইএএস অফিসারের, ব্যবস্থা নেওয়ার দাবি বিরোধীদের
আরও পড়ুন: টুইটার অ্যাকাউন্ট ডিলিট করলেন কংগ্রেস মুখপাত্র দিব্যা স্পন্দনা, দলবদলের ইঙ্গিত?
মেট্রোর ভাড়া কমানো নিয়ে এর আগেও বার বার সরব হয়েছে আপ সরকার। তাদের মতে, দিল্লির সাধারণ মানুষের পক্ষে চড়া ভাড়া দিয়ে মেট্রোয় যাতায়াত করা সম্ভব নয়। দিল্লি ও কেন্দ্রীয় সরকারের মালিকানায় চলে রাজধানীর মেট্রো। এ নিয়েও সরব অরবিন্দ কেজরীবাল সরকার। এর আগে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার দাবি ছিল, দিল্লি মেট্রোর সম্পূর্ণ মালিকানা আপ সরকারের হাতে দেওয়া হলে এর ভাড়া ২৫ থেকে ৩০ শতাংশ কমানো যেত। তিনি বলেছিলেন, “বিলাসিতার জন্য নয়, দরকারে পড়েই মানুষ দিল্লি মেট্রোয় যাতায়াত করেন। শহরের সাধারণ যাত্রীদের পক্ষে মেট্রোর ভাড়া বেশ চড়া।”
(কী বললেন প্রধানমন্ত্রী, কী বলছে সংসদ- দেশের রাজধানীর খবর, রাজনীতির খবরজানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)