ফাইল চিত্র।
উদ্ধব বাহিনী বনাম শিন্ডে শিবির সঙ্ঘাতের পারদ ক্রমশ চড়ছে। সোমবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোটে শিবসেনার মুখ্য সচেতকের জারি করা হুইপ না মানার জেরে এ বার বিধায়ক পদ হারাতে পারেন উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য।
সোমবার আস্থাভোটে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ভোট দেওয়ার জন্য হুইপ জারি করেন নবনিযুক্ত মুখ্য সচেতক ভরত গোগালিয়া। শিন্ডে সরকারের পক্ষে ভোট দেওয়ার নির্দেশ দেওয়া হয় শিবসেনার বিধায়কদের। কিন্তু এই হুইপ মানেননি আদিত্য। তার জেরেই বিধায়ক পদ হারাতে পারেন বালাসাহেব-পৌত্র।
অন্য দিকে, দলের হুইপ নিয়ে নতুন স্পিকার রাহুল নরবেকরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে উদ্ধব শিবির। পিটিশনে উল্লেখ করা হয়েছে যে, একনাথ শিন্ডে-সহ ১৬ বিদ্রোহীর বিধায়ক পদ বাতিলের মামলা এখনও ফয়সালা হয়নি। এই প্রেক্ষিতে স্পিকারের হুইপ বৈধ নয়। সোমবার আস্থা ভোটে ১৬৪ ভোটে জয়ী হয়েছে শিন্ডে-বিজেপি সরকার। আস্থাভোটের আগের দিনই স্পিকার নির্বাচিত করা হয় রাহুলকে। স্পিকার হিসাবে দায়িত্বভার গ্রহণের পরই শিবসেনার পরিষদীয় নেতার পদ থেকে উদ্ধব শিবিরের অজয় চৌধুরিকে সরিয়ে ফেরানো হয় একনাথকে। মুখ্য সচেতক পদ থেকে সরানো হয় উদ্ধব বাহিনীর সুনীল প্রভুকে। ওই দায়িত্ব দেওয়া হয়েছে শিন্ডে শিবিরের ভরত গোগাওয়ালেকে।