National news

প্রবল বৃষ্টির জেরে পুণেতে দেওয়াল চাপা পড়ে মৃত অন্তত ১৫

যার মধ্যে চার শিশু এবং এক মহিলা রয়েছেন। শনিবার মাধ্যরাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পুণের খান্ডোয়াতে।

Advertisement

সংবাদ সংস্থা

পুণে শেষ আপডেট: ২৯ জুন ২০১৯ ০৯:৩৪
Share:

দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেকের। পার্কিং লটের গাড়িগুলো ঝুলে রয়েছে। ছবি: টুইটার।

রাতভর মুষলধারে বৃষ্টিতে ধসে পড়ল একটি আবাসনের পার্কিং লটের দেওয়াল। আর তাতে চাপা পড়ে মৃত্যু হল অন্তত ১৫ জনের। যার মধ্যে চার শিশু এবং এক মহিলা রয়েছেন। শনিবার মাধ্যরাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পুণের খান্ডোয়াতে।

Advertisement

শনিবার সারা রাত ধরেই পুণেতে ভারী বৃষ্টিপাত হয়েছে। যার ফলে খান্ডোয়ার একটি আবাসনের পার্কিং লটের দেওয়াল ভেঙে যায়। পার্কিং লটের ঠিক পাশেই ছিল বস্তি এলাকা। দেওয়াল বস্তির একাধিক ঘরের উপরেই ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সকলেই ঘুমিয়ে ছিলেন। এই কারণেই এতগুলো মানুষ মারা গিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ধসে পড়া দেওয়ালের নীচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা করছে উদ্ধারকারী দল। দ্রুত তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

মৃতদের বেশির ভাগেরই পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। তবে ওই আবাসনের কাছেই আরও একটি বড় কমপ্লেক্স তৈরির কাজ চলছে। তার কর্মীরা মূলত বিহার এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাঁকা ঘটনাস্থলে অস্থায়ী ঘর বেঁধে থাকছিলেন বলে জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: ‘যারা দেশের বিভাজন চায়, তাদের ভয় পাওয়াই উচিত’, কাশ্মীর নিয়ে হুঁশিয়ারি অমিতের

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement