Air India

Air India: বিমানে ইঁদুর! এয়ার ইন্ডিয়ার শ্রীনগর থেকে জম্মু উড়ান আটকে গেল দু’ঘণ্টা

শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ৮২২ বৃহস্পতিবার দুপুর ২টো ১৫ মিনিটে শ্রীনগর বিমানবন্দর ছাড়ার কথা ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২২ ২৩:১৫
Share:

ফাইল চিত্র।

ইঁদুরের উৎপাতে তুলকালাম টাটা গোষ্ঠী পরিচালিত এয়ার ইন্ডিয়ার বিমানে। ঘটনার জেরে বৃহস্পতিবার শ্রীনগর থেকে জম্মুগামী উড়ানটি প্রায় দু’ঘণ্টা দেরিতে ছাড়ে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।

শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ৮২২ বৃহস্পতিবার দুপুর ২টো ১৫ মিনিটে শ্রীনগর বিমানবন্দর ছাড়ার কথা ছিল। কিন্তু উড়ানের আগে রুটিন পরীক্ষার সময় বিমানে ইঁদুরের উপস্থিতি দেখা যায়। কালক্ষেপ না করে উড়ান মুলতুবি রেখে শুরু হয় তল্লাশি।

Advertisement
আরও পড়ুন:

ঘণ্টাদেড়েকের চেষ্টায় ধরা হয় ইঁদুরটিকে। শেষ পর্যন্ত ৪টে ১০ মিনিটে শ্রীনগর থেকে জম্মু পাড়ি দেয় বিমানটি। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে ঘটনা সম্পর্কে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement