ফাইল চিত্র।
ভারতীয় আকাশসীমায় ফের ঢুকে পড়ার চেষ্টা করল একটি পাকিস্তানি গুপ্তচর ড্রোন। শনিবার সকালে রাজস্থানে ওই ঘটনা ঘটে। যদিও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানদের তৎপরতায় কিছু ক্ষণের মধ্যেই ফিরে যায় সেটি।
বিএসএফ সূত্রে খবর, রাজস্থানে ভারত-পাক সীমান্ত অতিক্রম করে এ দেশের আকাশসীমায় ঢুকে পড়েছিল পাকিস্তান গুপ্তচর ড্রোনটি। সেটিকে দেখতে পেয়েই গুলি চালাতে শুরু করেন বিএসএফ জওয়ানেরা। এর পরেই সেটি ফের ফিরে যায় পাকিস্তানের আকাশে।
ঘটনাটি ঘটেছে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তের শ্রীগঙ্গানগর এলাকার হিন্দু মালকোট অঞ্চলে। ভোর পাঁচটা নাগাদ ড্রোনটি ভারতীয় আকাশসীমায় ঢোকার চেষ্টা করছিল। কিন্তু তা দেখার পরই গুলি চালাতে শুরু করেন বিএসএফ জওয়ানরা। কিন্তু সেই ড্রোনের গায়ে কোনও গুলি লাগেনি বলেই বাহিনী সূত্রে খবর।
আরও পড়ুন: ভোটপ্রচারে সেনার বীরত্ব! বন্ধ করতে কমিশনকে চিঠি প্রাক্তন নৌসেনা প্রধানের
আরও পড়ুন: মহাজোট ভেঙে নীতীশের বিজেপিতে যোগ মানতে পারিনি: প্রশান্ত কিশোর