জলেই গেল নাম!

৪৫ বছর বয়সে মা হলেন রেনু। কিন্তু, সন্তানকে দিনের সিংহভাগ সময় জলের নীচে রাখায়, নবজাতকের নামকরণ সম্ভব হচ্ছে না! পুত্র হল না কন্যা তাই তো নিশ্চিত নয়। দিনের মধ্যে বার কয়েক মায়ের পাশে বিষ্ঠাময় দুর্গন্ধ জলে উঁকি মারছে সদ্যোজাত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৫ ১৯:১১
Share:

মায়ের সঙ্গে ছেলে না মেয়ে? ছবি: উজ্জ্বল দেব।

৪৫ বছর বয়সে মা হলেন রেনু। কিন্তু, সন্তানকে দিনের সিংহভাগ সময় জলের নীচে রাখায়, নবজাতকের নামকরণ সম্ভব হচ্ছে না! পুত্র হল না কন্যা তাই তো নিশ্চিত নয়। দিনের মধ্যে বার কয়েক মায়ের পাশে বিষ্ঠাময় দুর্গন্ধ জলে উঁকি মারছে সদ্যোজাত। গুয়াহাটি চিড়িয়াখানায় দীর্ঘদিনের বাসিন্দা রেনু নামের জলহস্তিনীটি এর আগেও একবার শাবক প্রসব করেছিল। পুরুষ সঙ্গী রাজা ও রেনুর সদ্যোজাত শাবকটিকে নিয়ে চিড়িয়াখানায় জলহস্তীর সংখ্যা দাঁড়াল ৬টি। এর মধ্যে রেণু একাই স্ত্রী জলহস্তি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement