Arrest

পাকিস্তানি চরকে তথ্য পাচার, ধৃত

পুলিশ সূত্রের খবর, ওখা বন্দরের অস্থায়ী কর্মী দীপেশের সঙ্গে ফেসবুকে আলাপ হয় সাহিমা নামে এক জনের। সেখান থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ। ওখা বন্দরে উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলির গতিবিধি সম্পর্কে নানা তথ্য দীপেশ সাহিমাকে দিত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৮
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

টাকার বিনিময়ে পাকিস্তানি চরকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর স্পর্শকাতর ও গোপন তথ্য সরবরাহ করার অভিযোগে গুজরাতের ওখা বন্দরের এক ঠিকাকর্মীকে গ্রেফতার করল গুজরাত পুলিশের সন্ত্রাসদমন শাখা। ধৃতের নাম দীপেশ গোহেল। পুলিশ সূত্রের খবর, ওখা বন্দরের অস্থায়ী কর্মী দীপেশের সঙ্গে ফেসবুকে আলাপ হয় সাহিমা নামে এক জনের। সেখান থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ। ওখা বন্দরে উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলির গতিবিধি সম্পর্কে নানা তথ্য দীপেশ সাহিমাকে দিত। বদলে প্রতিদিন ২০০ টাকা করে পেত সে। ওই টাকা দীপেশের এক বন্ধুর অ্যাকাউন্টে জমা পড়ত। এ ভাবে প্রায় ৪২ হাজার টাকা পেয়েছিল দীপেশ।

Advertisement

ওখা বন্দর থেকে তথ্য পাচারের সন্দেহে তদন্তে নেমে দীপেশকে গ্রেফতার করে পুলিশের সন্ত্রাস দমন শাখা। তবে গুপ্তচর সাহিমা সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি।


Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement