Maharashtra

বস্‌-এর শয্যাসঙ্গিনী হতে হবে! প্রস্তাবে রাজি না হওয়ায় স্ত্রীকে তিন তালাক স্বামীর

মহারাষ্ট্রের কল্যাণের বাসিন্দা সোহেল শেখ পেশায় একজন সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ না-হওয়া সত্ত্বেও চলতি বছরের জানুয়ারিতে তিনি দ্বিতীয় বার বিয়ে করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:০৮
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

স্ত্রীকে অফিসের বস্‌-এর শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন স্বামী। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি মহিলা। তাতেই রেগে গিয়ে স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী! এমনই অভিযোগ উঠল মহারাষ্ট্রের কল্যাণের এক ৪৫ বছর বয়সি ব্যক্তির বিরুদ্ধে। তাঁর নামে থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, মহারাষ্ট্রের কল্যাণের বাসিন্দা সোহেল শেখ পেশায় সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ না-হওয়া সত্ত্বেও চলতি বছরের জানুয়ারিতে তিনি দ্বিতীয় বার বিয়ে করেন। বিয়ের প্রথম তিন-চার মাস দু’জনের মধ্যে সম্পর্ক ভাল ছিল। অভিযোগ, তার পর থেকেই সোহেল স্ত্রীর উপর মানসিক এবং শারীরিক অত্যাচার শুরু করেন। সোহেল তাঁর দ্বিতীয় স্ত্রীকে জানান, তিনি প্রথম স্ত্রীকে তালাক দিতে চান। কিন্তু তার জন্য প্রয়োজন কিছু অর্থের। দ্বিতীয় স্ত্রীর কাছে সেই কারণে ১৫ লাখ টাকা দাবি করেন সোহেল! টাকার জন্য জোরাজুরি করতেন তিনি।

তবে সোহেলের এই দাবি মানেননি তাঁর দ্বিতীয় স্ত্রী। তিনি তাঁর স্বামীকে স্পষ্ট জানান, কোনও ভাবেই বাপের বাড়ি থেকে টাকা চাইতে পারবেন না। তার পরই সোহেল বস্‌-এর শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দেন। সোহেল দাবি করেন, পার্টিতে তাঁর বস্‌-এর সঙ্গী হতে হবে। শুধু তা-ই নয়, রাতও কাটাতে হবে। এ কথা শুনে হতবাক হয়ে যান তাঁর দ্বিতীয় স্ত্রী। সোহেলকে তিনি স্পষ্ট জানান, এ সব করতে তিনি পারবেন না। তাতেই রেগে গিয়ে তালাক দেন সোহেল।

Advertisement

এ হেন ঘটনার পরই স্থানীয় থানায় সোহেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী। কল্যাণের পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে শম্ভাজি নগর সিটি থানায় অভিযোগ দায়ের হয়েছিল। পরে তা বাজারপেট থানায় স্থানান্তরিত করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement