Rameswaram Temple

রামেশ্বরম মন্দিরের কাছে অগ্নিতীর্থম সৈকতে মহিলাদের পোশাক বদলানোর ঘরে গোপন ক্যামেরা! ধৃত দুই

পুণ্যার্থীদের অনেকেই রামনাথ স্বামী মন্দিরে পুজো দেওয়ার আগে অগ্নিতীর্থম সৈকতে যান, সেখানে স্নান সেরে তার পর মন্দিরে যান তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৩:১৩
Share:

দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিনিধিত্বমূলক ছবি।

তামিলনাড়ুর রামেশ্বরমের কাছে অগ্নিতীর্থম সৈকতের কাছে মহিলাদের পোশাক বদলানোর ঘরে গোপন ক্যামেরা লাগানোর অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

প্রতি দিন দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে রামেশ্বরম মন্দির দর্শনে হাজার হাজার পর্যটক আসেন। পুণ্যার্থীদের অনেকেই রামনাথ স্বামী মন্দিরে পুজো দেওয়ার আগে অগ্নিতীর্থম সৈকতে যান, সেখানে স্নান সেরে তার পর মন্দিরে যান তাঁরা। পুণ্যার্থীদের সুবিধার কথা ভেবে সৈকতের কাছেই বেসরকারি উদ্যোগে বেশ কিছু ঘর তৈরি করা হয়েছে। সেখানে পুণ্যার্থীরা স্নানের পর পোশাক বদলে মন্দিরে যান।

কিন্তু সোমবার এক মহিলা পুণ্যার্থী দেখেন পোশাক বদলানোর ঘরে গোপন ক্যামেরা বসানো। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান। ঘটনাস্থলে পুলিশ এসে ঘরগুলিতে তল্লাশি চালায়। সেই সময়েই একটি ঘর থেকে গোপন ক্যামেরা উদ্ধার হয়। এই ঘটনার পরই রাজেশ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করে আরও এক জনের হদিস পায় তারা। অন্য অভিযুক্ত সৈকতের কাছে একটি চায়ের দোকানে কাজ করেন। ধৃত রাজেশের দাবি, চায়ের দোকানের ওই কর্মী এই ঘটনায় জড়িত। ওই কর্মীকেও গ্রেফতার করে পুলিশ।

Advertisement

তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ধৃতদের জেরা করে জানার চেষ্টা চলছে কবে থেকে এই ধরনের কাজ তাঁরা করছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে পর্যটকদের মধ্যে। একটা আতঙ্ক আর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement