Murder Case

তরুণীকে কুপিয়ে খুন করে দেহ ছুড়ে ফেলা হল স্টেশনের পাশে জঙ্গলে! প্রেমিকের খোঁজে পুলিশ

শনিবার দুপুর ২টো নাগাদ নভি মুম্বই থানায় একটি ফোন যায়। ফোন ধরেই পুলিশ জানতে পারে উরান রেলস্টেশনের পাশে একটি দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ১৮:০৪
Share:

মৃতার যশশ্রী শিন্ডে। ছবি: সংগৃহীত।

২০ বছরের এক তরুণীকে কুপিয়ে খুন করে তাঁর দেহ ছুড়ে ফেলা দেওয়া হল রেলস্টেশনের পাশে একটি ঝোপে। ঘটনাটি ঘটেছে নভি মুম্বইয়ে। শনিবার ওই তরুণীর দেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, প্রেমিকই তাঁকে খুন করেছেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

শনিবার দুপুর ২টো নাগাদ নভি মুম্বই থানায় একটি ফোন যায়। সেখান থেকেই পুলিশ জানতে পারে উরান রেলস্টেশনের পাশে একটি দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধারের পর দেখা যায়, তরুণীর শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনা নিয়ে নভি মুম্বইয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার বিবেক পানসেরে বলেন, ‘‘দেহ দেখে মনে হচ্ছে তরুণীকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। বার বার তাঁকে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে।’’

এর কিছু ক্ষণ পরে তরুণীর পরিচয় জানতে পারে পুলিশ। জানা যায়, মৃতার নাম যশশ্রী শিন্ডে। কয়েক দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন ২০ বছরের তরুণী। যে রেলস্টেশন এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে, তার আশপাশেই যশশ্রীর বাড়ি। কাজের সূত্রে বাড়ি থেকে ২৫ কিলোমিটার দূরে প্রতি দিন যাতায়াত করতেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, প্রণয়ঘটিত কোনও কারণ থেকেই তরুণী খুন হয়েছেন। তাঁর প্রেমিকেরও কোনও খোঁজ মিলছে না। অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমাদের প্রাথমিক তদন্ত থেকে যে তথ্য উঠে আসছে, তাতে প্রেমের সম্পর্ক থেকে হত্যার তত্ত্বই উঠে আসছে। ওই তরুণীর প্রেমিকও নিখোঁজ ছিলেন। মনে করা হচ্ছে, তরুণীর সঙ্গেই ছিলেন তিনি। তাঁর খোঁজ মেলেনি এখনও। ওই যুবককেই মূল অভিযুক্ত বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে একটি মামলা দায়ের হয়েছে। এই খুনের তদন্তের জন্য পাঁচ জন পুলিশ আধিকারিকের একটি দল তৈরি করা হয়েছে। অভিযুক্তকে শীঘ্রই ধরা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement