Farmers Protest

Gruesome killing: হাত-পা কাটা দেহ ঝুলছে পুলিশ ব্যারিকেডে! হত্যাকারী কে? সিংঘু সীমানায় ফের কৃষক অসন্তোষ

শুক্রবার ভোর পাঁচটা নাগাদ দেহটি প্রথম দেখতে পাওয়া যায়। স্থানীয় কুন্দলি থানার পুলিশ দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২১ ১১:৩৫
Share:

সিংঘু সীমানায় ফের ক্ষোভে ফুঁসছেন কৃষকরা ফাইল চিত্র

কৃষক আন্দোলনের মঞ্চের কাছে হত্যা করা হল এক যুবককে। দিল্লির সিংঘু সীমানায় শুক্রবার সকালে পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহটির একটি হাত কবজি থেকে কেটে নেওয়া হয়েছিল। গোড়ালি থেকে কেটে নেওয়া হয়েছে পায়ের একটি পাতাও।

মৃতদেহটি যেখানে পাওয়া গিয়েছে, তার অদূরে কৃষক আন্দোলনের মঞ্চ। মঞ্চের কাছে রাখা পুলিশের ব্যারিকেডকে উল্টো করে তার গায়ে বেঁধে দেওয়া হয়েছিল দেহটি। শুক্রবার ওই দেহ ঘিরে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে কৃষকদের মধ্যে।

Advertisement

পুলিশ এই ঘটনায় অপরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঘটনাটির তদন্তও শুরু করেছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, সে ব্যাপারে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।

বেশ কয়েকটি ভাইরাল ভিডিয়ো শুক্রবার সকালে সামনে এসেছে। তার একটিতে দেখা যাচ্ছে পঞ্জাবি নিহাং সম্প্রদায়ের কিছু মানুষ এক যুবকের উপর অত্যাচার করছেন। মাটিতে ফেলে মারধর করা হচ্ছে ওই.যুবককে। তবে এই ভিডিয়োর যুবকই মৃত ব্যক্তি কি না, সে ব্যাপারে তদন্তকারীরা নিশ্চিত নন। তাই ভিডিয়ো নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চায়নি স্থানীয় কুন্দলি থানার পুলিশ। ভিডিয়োগুলির সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি।

Advertisement

শুক্রবার একটি বিবৃতি দিয়ে কুন্দরী থানার পুলিশ সুপার হংসরাজ জানিয়েছেন, ‘দেহটি ৩৫ বছরের এক যুবকের। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ ওই মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির কাটা হাতটি তার দেহের পাশেই ঝুলিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। পুলিশ দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনা সংক্রান্ত ভাইরাল ভিডিয়োটি এখনও তদন্তাধীন।’

পঞ্জাবি যোদ্ধা সম্প্রদায় বলে নিজেদের দাবি করে নিহাংরা। ভাইরাল হওয়া আরও একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবককে উল্টো করে পুলিশের ব্যারিকেডের সঙ্গে ঝুলিয়ে দিচ্ছেন তাঁরা। আতঙ্কে চোখ মুখ বিকৃত হয়ে যাচ্ছে যুবকের। তাঁর কাটা হাত থেকে অঝোরে রক্ত পড়তে দেখেও সাহায্য করতে এগিয়ে আসছেন না কেউ। ওই ভিডিয়ো এবং মৃতদেহটি ঘিরে দিল্লিতে কৃষকদের মধ্যে ব্যাপক অসন্তোষ ছড়িয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement