Jawan

কাশ্মীরে অপহৃত জওয়ান, তল্লাশি সেনা-পুলিশের

কুলগামের অস্থাল গ্রামে বাড়ি জাভেদের। লাদাখে কর্মরত তিনি। অপহৃতের মা জানিয়েছেন, ইদের ছুটিতে কিছু দিন আগে বাড়ি এসেছিল ছেলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৩ ০৯:১৪
Share:

অপহৃত যুবকের মা।  —নিজস্ব চিত্র। 

বাড়ি থেকে গাড়ি নিয়ে শনিবার সন্ধেবেলা কিছু জিনিস কিনতে বেরিয়েছিলেন জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার বাসিন্দা জাভেদ আহমেদ ওয়ানি (২৫)। রাত গড়ালেও বাড়ি ফেরেননি। রাস্তার ধারে মিলেছে গাড়ি। গাড়িতেই ছিল মোবাইল। গাড়ির মধ্যে ধস্তাধস্তি ও
রক্তের চিহ্ন মিলেছে। জাভেদের পরিবারের অভিযোগ, তাঁকে অপহরণ করা হয়েছে। তাঁর খোঁজে অভিযানে নেমেছে সিআরপি ও পুলিশ।

Advertisement

কুলগামের অস্থাল গ্রামে বাড়ি জাভেদের। লাদাখে কর্মরত তিনি। অপহৃতের মা জানিয়েছেন, ইদের ছুটিতে কিছু দিন আগে বাড়ি এসেছিল ছেলে। রবিবারেই ফিরে যাওয়ার কথা ছিল। আগের দিন সন্ধে সাড়ে ৬টা নাগাদ চওয়ালগাম বাজারে কিছু দরকারি জিনিস কিনতে বেরিয়েছিলেন। সঙ্গে ছিল নিজের গাড়ি। কিন্তু রাত ৯টা বেজে গেলেও তিনি না ফেরায় খোঁজ শুরু করেন স্বজনেরা। পরে বাজারের কাছেই রাস্তার ধার থেকে জাভেদের পরিত্যক্ত গাড়ি আর ফোন উদ্ধার করে পুলিশ। গাড়িতে রক্তের দাগ মিলেছে বলে জানা গিয়েছে। অপহরণকারীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বার্তা পোস্ট করেছেন জাভেদের মা। ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য কাতর আবেদন জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement