পরিবেশ বাঁচাতে নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন হাইলাকান্দির বিশিষ্টজনরা।
আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে হাইলাকান্দিতে আয়োজিত এক আলোচনাসভায় বক্তারা বলেন— ‘প্রকৃতি রক্ষায় সরকারের মুখাপেক্ষী না হয়ে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে।’
শহরের বিবেকানন্দ মধ্যবঙ্গ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় পরিবেশপ্রেমী সংস্থা ‘দ্য গ্রিন্স’-এর সভাপতি মানসকান্তি দাস বলেন, ‘‘পরিবেশ সচেতনতা এবং পরিবেশ রক্ষার কাজে প্রত্যেককে যোগ হতে হবে।’’ হাইলাকান্দির পুরসভার সমালোচনা করে তিনি বলেন, ‘‘হাইলাকান্দি শহরকে সুন্দর রাখার ক্ষেত্রে পুরসভার ভূমিকা সন্তোষজনক নয়। তাই বলে নাগরিক সমাজকে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। শহরকে পরিচ্ছন্ন এবং সুন্দর রাখার দায়িত্ব তাঁদেরই নিতে হবে।’’
মানবাবুর সভাপতিত্বে ওই আলোচনাসভায় সংস্থার সম্পাদক যজ্ঞেশ্বর দেব, হাইলাকান্দির তথ্য ও জনসংযোগ আধিকারিক সরফরাজ হক, বন দফতরের আধিকারিক অখিল দত্ত উপস্থিত ছিলেন। তাঁরা জানান, জেলা প্রশাসন পরিবেশ সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নেয়। কিন্তু সে সব বাস্তবায়িত করতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবেশ সংরক্ষণ নিয়ে জন-সচেতনতা বাড়ানোর উপর তাঁরা গুরুত্ব আরোপ করেন।
আলোচনাসভায় সাংস্কৃতিক কর্মী সলিল পুরকায়স্থ, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কর্তা সুকোমল পাল, মহিলা নেত্রী মাধবী শর্মা, শক্তিপদ চক্রবর্তী, রঞ্জিৎ ঘোষ, পিনাকপাণি ভট্টাচার্যও বক্তব্য রাখেন। তাঁরা জানান, হাইলাকান্দি শহরের মধ্যে দিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদীকে আবর্জনামুক্ত রাখতে পুরসভার পাশাপাশি নাগরিকদেরও সাহায্যের প্রয়োজন। এ দিন হাইলাকান্দি জেলা প্রশাসনও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিভিন্ন স্কুলের সামনে বৃক্ষরোপন করে। হাইলাকান্দি পুলিশ এবং স্বাস্থ্য বিভাগও বিভিন্ন কর্মসূচিতে সামিল হয়।