প্রতীকী ছবি।
প্রথম আলাপ ফেসবুকেই। ‘মার্কিন সেনা’র পাঠানো বন্ধুত্বের অনুরোধে সাড়া দিয়েছিলেন তিনি। সেখান থেকেই ঘনিষ্ঠতা। আর সেই বন্ধুর প্রলোভনে পা দিয়ে ‘পিছলে’ পড়লেন ৭২ বছরের ওই বৃদ্ধ। ১ কোটি ৯৭ হাজার টাকা খোয়ালেন তিনি।
ঘটনাটি গত মার্চ মাসের। ঘটনার তদন্তে নেমে সম্প্রতি দিল্লি থেকে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে সেই ‘মার্কিন সেনা’ বন্ধুর খোঁজ এখনও পায়নি পুলিশ।
৭২ বছরের ওই বৃদ্ধের নাম বিনোদকুমার ঘুওয়ালেবালা। তিনি মুম্বইয়ের পশ্চিম বান্দ্রার বাসিন্দা। তাঁর ওই ফেসবুক বন্ধু নিজেকে জন বলে পরিচয় দিয়েছিলেন। জানিয়েছিলেন, তিনি মার্কিন সেনাবাহিনীতে রয়েছেন এবং বর্তমানে আফগানিস্তানে কর্মরত। বিনোদকুমার পুলিশকে জানান, ওই ব্যক্তিই তাঁকে বন্ধুত্বের অনুরোধ পাঠান। ফেসবুকে দু’জনের পরিচয় হয়। আর মিশুকে স্বভাবের জন্য খুব তাড়াতাড়ি তাঁরা ঘনিষ্ঠ হয়ে ওঠেন। জন তাঁকে আফগানিস্তানে বিনিয়োগ করার কথা বলেন। জানান, এই বিনিয়োগে প্রচুর লাভবান হবেন তিনি। ওই প্রলোভনে পা দিয়ে ফেলেন বিনোদকুমার। ১ কোটি ৯৭ লাখ টাকা বিনিয়োগ করার প্রস্তাবে সায় দেন। তার পর জনই তাঁকে দিল্লির একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে বলেন। যোগাযোগ করিয়ে দেন দিল্লির কয়েক জন ব্যক্তির সঙ্গে। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে তাতে ১ কোটি ৯৭ লাখ টাকা ট্রান্সফার করেন। ব্যাঙ্ক থেকে তাঁকে ওই অ্যাকাউন্টের একটি ডেবিট কার্ডও পাঠানো হয়। মার্চ মাসে সেই কার্ড ব্যবহার করে টাকা তুলতে গেলে টের পান যে কার্ডটি ভুয়ো। পরে ব্যাঙ্কে যোগাযোগ করে জানতে পারেন, ভুয়ো প্যান কার্ড দিয়ে ওই অ্যাকাউন্ট খোলা হয়েছিল। টাকা জমা পড়ার পর দিনই সেগুলো অন্য অ্যাকাউন্টে ট্রান্সফারও করা হয়।