রাতের অন্ধকারে তুমুল ঝড়বৃষ্টির মধ্যে রেলসেতু পেরতে গিয়ে মালগাড়িতে কাটা পড়লেন ৯ জন। গুরুতর জখম ৪ জন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে বিহারের শেখপুরায় পূর্ব মধ্য রেলের দানাপুর ডিভিশনের কিউল-গয়া শাখায়, সিরাই স্টেশনের কাছে।
প্রত্যন্ত ওই স্টেশনে রামপুরহাট-গয়া প্যাসেঞ্জার ট্রেন থেকে নামার পর রেল লাইন ধরে গ্রামে ফিরছিলেন কয়েক জন যাত্রী। ঘড়িতে তখন রাত সাড়ে ৮টা। তুমুল ঝড়বৃষ্টি হচ্ছিল। চারপাশ অন্ধকার। রেল সূত্রে খবর, ছোট একটি সেতুতে উঠতেই হুড়মুড়িয়ে মৃত্যুদূতের মতো তাঁদের সামনে চলে আসে একটি মালগাড়ি। কিছু বোঝার আগেই ট্রেনের ধাক্কায় মারা যান ৭ জন। বাকিরা রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন লাইনের পাশে।
খবর পেয়ে পুলিশ ও এলাকার বাসিন্দারা উদ্ধারকাজে নামেন। হাসপাতালে মারা যান আরও দু’জন। বাকিদের চিকিৎসা চলছে।
রেল জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন সুরেশ যাদব (৫০), সরোজদেবী (৪৫) ও তাঁর ছেলে রোহিত (১০), আশাদেবী (৫০), পুরষোত্তম কুমার (২৫), মঙ্গল যাদব (৫৮), মুন্নিদেবী (৩৮), সঞ্জয় কুমার (১৭) এবং ঝুন্না কুমারী (১২)। দুর্ঘটনার জেরে ওই লাইনে ঘণ্টাচারেক ট্রেন চলাচল ব্যাহত হয়।
দুর্ঘটনায় মৃতদের পরিজনদের ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।