Stage Collapsed in Uttar Pradesh

জৈনদের অনুষ্ঠানে ৬৫ ফুট উঁচু মঞ্চ ভেঙে উত্তরপ্রদেশে মৃত ছয়, জখম ৮০, অনেকের চাপা পড়ার আশঙ্কা

স্থানীয় সূত্রে খবর, মঞ্চের নীচে অনেকে চাপা পড়ে রয়েছেন। অনেকের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। বাগপতের জেলাশাসক জানিয়েছেন, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ছ’জন ভক্তের মৃত্যু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১০:৪৯
Share:
উত্তরপ্রদেশের বাগপতে জৈনদের অনুষ্ঠানে এই মঞ্চটিই ভেঙে পড়েছে। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশের বাগপতে জৈনদের অনুষ্ঠানে এই মঞ্চটিই ভেঙে পড়েছে। ছবি: সংগৃহীত।

উত্তপ্রদেশের বাগপতে জৈন সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে লাড্ডু বিতরণের সময় ৬৫ ফুট উঁচু কাঠের মঞ্চ ভেঙে পড়ল ভক্তদের উপর। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণ বাঁচাতে এ দিক-ও দিক পালাতে থাকেন ভক্তেরা। পদপিষ্টের মতো পরিস্থিতি সৃষ্টি হয়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মঞ্চের নীচে অনেকে চাপা পড়ে রয়েছেন। অনেকের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। বাগপতের জেলাশাসক জানিয়েছেন, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ছ’জন ভক্তের মৃত্যু হয়েছে। তবে কত জন মঞ্চের নীচে চাপা পড়ে রয়েছেন, সেই সংখ্যাটি স্পষ্ট নয়। উদ্ধারকাজ চলছে।

তবে স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে, মৃতের সংখ্যা অনেক বেশি। মঞ্চের নীচে চাপা পড়ে রয়েছেন ৫০ জনেরও বেশি ভক্ত। আহতের সংখ্যা ৮০। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা হচ্ছে। জানা গিয়েছে, বাগপতের বারাউতে মঙ্গলবার ‘লর্ড আদিনাথ নির্বাণ লাড্ডু’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে ৬৫ ফুট উঁচু একটি কাঠের মঞ্চ বানানো হয়েছিল। সেটি আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

Advertisement

বিশাল উঁচু সেই মঞ্চ ভক্তদের উপর ভেঙে পড়ায় হুড়োহুড়ি পড়ে যায়। মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঘটনাটি ঘটেছে। যে মঞ্চটি বানানো হয়েছিল, তার উপর ৪-৫ ফুট উঁচু বিগ্রহ রাখা ছিল। কাঠ এবং বাঁশের তৈরি সেই মঞ্চে সিঁড়ি দিয়ে উঠছিলেন ভক্তেরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে মঞ্চটি ভেঙে পড়ে। পুলিশ সুপার জানিয়েছেন, প্রতি বছর এখানে জৈনদের অনুষ্ঠান পালিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ‘আদিনাথ নির্বাণ লাড্ডু’ অনুষ্ঠানে যোগ দিতে আসেন জৈন সম্প্রদায়ের মানুষেরা। মঙ্গলবারও প্রচুর ভক্তের ভিড় হয়েছিল। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement