Unusual temples in India

বিচিত্র এই মন্দিরগুলো রয়েছে এ দেশেই, জানতেন!

৩৩ কোটি দেবদেবী থাকার পরও মানুষের বিশ্বাসে যুগে যুগে অসংখ্য নতুন দেবতার জন্ম হয়েছে এ দেশে। গড়ে ওঠে বিচিত্র সব মন্দির। ভারতের তেমনই কিছু বিচিত্র মন্দির সম্পর্কে জানানো হল যা হয়তো অবাক করতে পারে আপনাকেও।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৭ ১০:৪৮
Share:
০১ ০৫

বুলেট বাবা মন্দির: রাজস্থানের পালি জেলার এই মন্দিরটি ওম সিংহ রাঠৌর নামের এক ব্যক্তির স্মৃতিতে তৈরি হয়েছে। ১৯৮৮ সালের ২ ডিসেম্বর ওম সিংহের বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়। শোনা যায়, এর পর বাইকটি থানায় নিয়ে যাওয়া হলেও রাতে সেটি কোনও না কোনও ভাবে দুর্ঘটনাস্থলে পৌঁছে যেত। গাড়ির সমস্ত তেল বের করেও এই অদ্ভুত ঘটনা বন্ধ করা যায়নি। পরে সেই দুর্ঘটনাস্থলেই তৈরি হয় মন্দির।

০২ ০৫

কারনি মাতা মন্দির: রাজস্থানের বিকানের থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরকে অনেকে ইঁদুরের মন্দির বলেও জানেন। এই মন্দিরে রয়েছে প্রায় হাজার খানেক ইঁদুর। এখানে ইঁদুরকে পুজো করা হয়।

Advertisement
০৩ ০৫

হুইস্কি দেবীর মন্দির: মধ্যপ্রদেশের উজ্জৈনের কাল ভৈরব মন্দির স্থানীয়দের কাছে হুইস্কি দেবীর মন্দির নামেও পরিচিত। এ মন্দিরে দেবীকে পুজোয় মদ দেওয়া হয়। এখানে আসা ভক্তদেরও প্রসাদ হিসেবে মদের বোতল দেওয়া হয়।

০৪ ০৫

হাওয়াই জাহাজ গুরুদ্বার: পঞ্জাবের জালন্ধরের এই গুরুদ্বারে ভক্তরা আসেন তাঁদের বিদেশ যাত্রার মনস্কামনা পূরণের আশায়। প্রণামী হিসাবে গুরুদ্বারে একটি করে খেলনা বিমান রেখে যান তাঁরা। তাই এই গুরুদ্বারের এমন অদ্ভুত নাম।

০৫ ০৫

কর্নাটকের চান্নাপাতনায় রয়েছে এই বিচিত্র মন্দির। এখানে কুকুরকে দেবতাজ্ঞানে পুজো করা হয়। মন্দিরে রয়েছে দু’টি সারমেয় মূর্তি। স্থানীয়দের বিশ্বাস কুকুর দেবতা তাঁদের সব বিপদ-আপদের হাত থেকে রক্ষা করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement