Jharkhand

Lightning: ক্লাস চলাকালীন বাজ পড়ল স্কুলে, জ্ঞান হারাল দু’জন, আহত ৫০ পড়ুয়া

জরিডির বিডিও উজ্জ্বল কুমার সোরেন পিটিআইকে বলেন, “স্কুল চত্বরে যখন বাজ পড়ে, তখন স্কুলে ২৫০ জন পড়ুয়া ছিল। তাদের মধ্যে ৫০ জন অসুস্থ বোধ করে।”

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৯:০৩
Share:

প্রতীকী ছবি।

ক্লাস চলাকালীন স্কুল চত্বরে বাজ পড়ে আহত হল ৫০ পড়ুয়া। তাদের মধ্যে একটু বেশি আহত হয়েছে ছ’জন। এই ছ’জনের মধ্যে দু’জন সেই ঘটনার পর জ্ঞান হারিয়ে ফেলে। শনিবার দুপুর সওয়া ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের বোকারোর জরিডি ব্লকের বন্ধডিহি মিডল স্কুলে।

Advertisement

জরিডির বিডিও উজ্জ্বল কুমার সোরেন সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “স্কুল চত্বরে যখন বাজ পড়ে, তখন স্কুলে ২৫০ জন পড়ুয়া ছিল। তাদের মধ্যে ৫০ জন অসুস্থ বোধ করে। তাদের মধ্যে আবার ছ’জন একটু বেশি অসুস্থ হয়ে পড়ে। ওই ছ’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।”

অসুস্থ বোধ করা বাকি ৪৪ জন পড়ুয়াকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। চার পড়ুয়ার চিকিৎসা চলছে।

Advertisement

জরিডি থানা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক লালন রবি দাস সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “গুরুতর আহত হয়নি কোনও পড়ুয়া। দুই পড়ুয়াকে একটু বেশি অসুস্থ বোধ করায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement