Rohtak

রোহতকে আখড়ায় গুলি, হত ৫

একটি কুস্তির আখড়ায় নির্বিচারে গুলি চালিয়ে মহিলা, শিশু-সহ পাঁচ জনকে হত্যা করেছে এক ব্যক্তি। আজ সন্ধেয় ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ০৬:২৬
Share:

প্রতীকী ছবি।

একটি কুস্তির আখড়ায় নির্বিচারে গুলি চালিয়ে মহিলা, শিশু-সহ পাঁচ জনকে হত্যা করেছে এক ব্যক্তি। আজ সন্ধেয় ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতকে। পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড।

Advertisement

রোহতকে জাট কলেজের কাছে রয়েছে মেহর সিংহ আখড়া। স্থানীয় সূত্রের খবর, আজ সন্ধেয় আচমকা ওই আখড়ার প্রশিক্ষকের পরিবারের উপরে হামলা চালায় এক ব্যক্তি। সে আখড়ায় ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে। আচমকা গুলির শব্দে হতচকিত হয়ে পড়েন এলাকাবাসী। পরে লোকেরা যখন বুঝতে পারেন আখড়ায় গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেখানে ছুটে যান তাঁরা। সেখানে সাত জনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। গুলিবিদ্ধদের মধ্যে পাঁচ জন প্রাণ হারান। দু’জন জখম রোহতকের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

পরে ওই আখড়ায় পৌঁছন জেলার পুলিশ সুপার রাহুল শর্মা-সহ পদস্থ অফিসারেরা। পুলিশ সূত্রের খবর, নিহতদের মধ্যে তিন জনের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন প্রদীপ মালিক, পুজা ও সাক্ষী। নিহতদের মধ্যে আড়াই বছরের এক শিশুও রয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, দুই প্রশিক্ষকের মধ্যে পুরনো বিবাদের জেরেই আখড়ায় গুলি চালানোর ঘটনা। যে গুলি চালিয়েছে সে-ও এক জন প্রশিক্ষক। রাত পর্যন্ত হামলাকারী পলাতক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement