East Delhi

একই বাড়ি থেকে পাঁচ মৃতদেহ উদ্ধার, পূর্ব দিল্লিতে চাঞ্চল্য

দেহগুলিতে পচন ধরায় এলাকা জুড়ে গন্ধ ছড়িয়ে পড়ে। সেই গন্ধ পেয়েই এদিন এলাকাবাসী পুলিশে খবর দেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২১
Share:

প্রতীকী চিত্র।

বুরারির স্মৃতি উসকে দিল দিল্লির ভজনপুরা। একই বাড়ি থেকে পাঁচজনের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ওই এলাকায়। দিল্লি পুলিশ সূত্রে খবর, বুধবার ওই মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে।

Advertisement

পুলিশের এক কর্তা জানিয়েছেন, বেশ কয়েক দিন আগেই মারা গিয়েছিলেন এই ব্যক্তিরা। দেহগুলিতে পচন ধরায় এলাকা জুড়ে গন্ধ ছড়িয়ে পড়ে। সেই গন্ধ পেয়েই এদিন এলাকাবাসী পুলিশে খবর দেন। উদ্ধার হওয়া পাঁচ মৃতদেহের মধ্যে তিন জন নাবালক।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।

Advertisement

পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।

অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement