রাজধর্ম পালনে মোদীকে পত্রবোমা

সেই নরেন্দ্র মোদী এখন প্রধানমন্ত্রী। পরপর ধর্ষণের ঘটনায় তাঁর দলের ভূমিকা নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড়। এই অবস্থায় তাঁকে রাজধর্ম পালনের কথা মনে করিয়ে দিলেন প্রাক্তন আমলাদের একাংশ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৮ ০৪:০৭
Share:

প্রতিবাদ: কাঠুয়া এবং উন্নাওয়ের ঘটনায় বিচার চেয়ে মোমবাতি মিছিল। রবিবার অমৃতসরে। ছবি: পিটিআই

তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাত হিংসার প্রেক্ষিতে তাঁকে ‘রাজধর্ম’ পালনের পরামর্শ দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী।

Advertisement

সেই নরেন্দ্র মোদী এখন প্রধানমন্ত্রী। পরপর ধর্ষণের ঘটনায় তাঁর দলের ভূমিকা নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড়। এই অবস্থায় তাঁকে রাজধর্ম পালনের কথা মনে করিয়ে দিলেন প্রাক্তন আমলাদের একাংশ।

৪৯ জন প্রাক্তন আমলা রবিবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে দাবি জানিয়েছেন, তিনি যেন উন্নাও ও কাঠুয়ায় দুষ্কৃতীদের উপযুক্ত বিচারের ব্যবস্থা করেন। দলের ঊর্ধ্বে উঠে প্রধানমন্ত্রী হিসাবে তাঁকে এই কাজ করতে হবে। অর্ধেন্দু সেন, জহর সরকার, অভিজিৎ সেনগুপ্ত, অরুণা রায়, মানবেন্দ্রনাথ রায়, হর্ষ মন্দার, সুনীল মিত্র, সুজিতকুমার দাসের মতো প্রাক্তন আইএএস, আইপিএস চিঠিতে সই করেছেন।

Advertisement

দেখুন ভিডিও:

চিঠিতে কাঠুয়া ও উন্নাওয়ের প্রসঙ্গ তুলে বলা হয়েছে, নাগরিকদের প্রতি সাধারণ দায়িত্বটুকু পালনেও ব্যর্থ সরকার। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক মূল্যবোধের যে ধারাবাহিক অবক্ষয় হয়ে চলেছে, এই সব ঘটনা তারই ফল। লেখা হয়েছে, ‘হিন্দুত্বের নামে এই ধরনের ঘটনা আড়াল করার চেষ্টার পরে মনে হয়, আমরা আমাদের মনুষ্যত্বটুকুও হারিয়ে ফেলছি।’

প্রাক্তনেরা লিখেছেন, ‘একটি আট বছরের শিশুকে দিনের পর দিন নির্যাতন করে হত্যা করার ঘটনায় প্রমাণ হয়, সমাজ কোন অতল খাদে তলিয়ে যাচ্ছে।...আমাদের রাগ ও ক্ষোভ জানাতে চাই...। রাগ— কারণ, আপনার দল যে ঘৃণা ও বিভেদের কর্মসূচি নিয়ে চলেছে, তা রাজনীতির সব নিয়মনীতি লঙ্ঘন করছে।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement