Unclaimed Money

মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়কের সংস্থায় আয়কর হানা, সন্ধান ৪৫০ কোটির অঘোষিত উপার্জনের

তল্লাশি চালানোর সময় দেখা গিয়েছে, একটি সোয়্যা জাতীয় দ্রব্য উৎপাদনকারী সংস্থার অংশীদারের সঙ্গে নিয়মিত কথা বলতেন নিলয়।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২১ ০০:৫৬
Share:

প্রতীকী ছবি।

মধ্যপ্রদেশের এক কংগ্রেস বিধায়কের ৪৫০ কোটি টাকার অঘোষিত উপার্জনের সন্ধান পেল আয়কর দফতর। গত ১৮ ফেব্রুয়ারি থেকে বিধায়ক নিলয় দাগার অঘোষিত উপার্জনের সন্ধানে ২২টি স্থানে আয়কর আধিকারিকরা তল্লাশি চালান। মধ্যপ্রদেশের বেতুল ও সাতনা জেলার পাশাপাশি মুম্বই ও কলকাতায় হানা দিয়ে সন্ধান মেলে প্রায় ৪৫০ কোটি টাকার অঘোষিত উপার্জনের।

Advertisement

আয়কর হানায় নগদ ৮ কোটি টাকা, বিদেশি মূদ্রায় নগদ ৪৪ লক্ষ টাকা ও ন’টি বেআইনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা।

তল্লাশি চালানোর সময় দেখা গিয়েছে, একটি সোয়্যা জাতীয় দ্রব্য উৎপাদনকারী সংস্থার অংশীদারের সঙ্গে নিয়মিত কথা বলতেন নিলয়। সেই মেসেজের সূত্র ধরেই প্রায় ১৫ কোটি টাকার কর ফাঁকি দেওয়া উপার্জনের সন্ধান পাওয়া গিয়েছে।

Advertisement

কলকাতার একাধিক ভুয়ো সংস্থার মাধ্যমে ২৫৯ কোটি টাকার বেআইনি বিনিয়োগ ও অংশীদারিত্ব পাশাপাশি একটি ভুয়ো সংস্থা থেকে অন্য ভুয়ো সংস্থায় ৯০ কোটি টাকার লেনদেনরও সন্ধান পেয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, এই একটি সংস্থাও বাস্তবে নেই। সংস্থার শীর্ষ আধিকারিকদের নাম, পরিচয়ের বিষয়েও সবিস্তারে জানাতে পারেননি কেউই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement