প্রতীকী ছবি।
মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় বিমানের ধাক্কায় ৪০টি ফ্লেমিঙ্গোর মৃত্যু বলে জানা গিয়েছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ঘাটকোপারের কাছে। দুবাই থেকে ইকে ৫০৮ যাত্রিবাহী বিমান মুম্বইয়ে আসছিল। লক্ষ্মীনগর এলাকার পন্তনগরের কাছে এই ঘটনা ঘটে। যদিও বিমানটিকে নিরাপদে মুম্বই বিমানবন্দরে অবতরণ করান পাইলট।
বিমানবন্দর সূত্রে খবর, এমিরেটস-এর একটি বিমানের সঙ্গে এই ঘটনা ঘটেছে। বিমানটি আবার দুবাইয়ে ফেরার কথা ছিল। বিমানটি কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা পরীক্ষার জন্য সেটিকে পুনরায় দুবাইয়ের উদ্দেশে রওনা করানো হয়নি। ফলে যাত্রীদের মুম্বই বিমানবন্দরেই অপেক্ষা করতে হচ্ছে। মঙ্গলবার রাত ৯টা নাগাদ বিমানটি আবার দুবাইয়ের উদ্দেশে যাত্রীদের নিয়ে রওনা হবে বলে বিমানবন্দর সূত্রে খবর। বিমান সংস্থার পক্ষ থেকে যাত্রীদের খাওয়া এবং থাকার ব্যবস্থাও করা হয়েছে।
মহারাষ্ট্রের বন দফতর এই ঘটনার তদন্ত শুরু করেছে। বন দফতরের আধিকারিকেরা মৃত ফ্লেমিঙ্গোগুলির নমুনা সংগ্রহ করেছেন। বন দফতরের একটি দল আবার পাইলটের বয়ান রেকর্ড করবেন বলে জানা গিয়েছে। বন দফতরের শীর্ষ কর্তা এস ভি রামারাও বলেন, “ কী ভাবে পাখিগুলির মৃত্যু হল, তা আমাদের দল পূর্ণাঙ্গ তদন্ত করবে। পাইলটের বয়ানও রেকর্ড করা হবে। তিনিই পাখিগুলির সঙ্গে বিমানের ধাক্কার বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানিয়েছিলেন।” তবে বিমানবন্দরের আশপাশে এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি বলেই দাবি করেছেন রামারাও। মনে করা হচ্ছে, ফ্লেমিঙ্গোগুলি ঠাণের দিকে যাচ্ছিল। সেই সময় বিমানের সঙ্গে ধাক্কা লাগে।