earthquake

আবার ভূমিকম্প, দিল্লি ও পঞ্জাবের পর এ বার কেঁপে উঠল হিমাচল প্রদেশও, কম্পনের মাত্রা ৪.১

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ৫ কিলোমিটার গভীরে। হিমাচলের মান্ডির উত্তর ও উত্তর-পশ্চিমে ২৭ কিলোমিটার দূরত্বে প্রথম কম্পন অনুভূত হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২২ ২২:৪৮
Share:

ফাইল চিত্র।

পঞ্জাবের পর এ বার কেঁপে উঠল হিমাচল প্রদেশ। বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ কম্পন অনুভূত হয় হিমাচলের মান্ডিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১।

Advertisement

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ৫ কিলোমিটার গভীরে। হিমাচলের মান্ডির উত্তর ও উত্তর-পশ্চিমে ২৭ কিলোমিটার দূরত্বে প্রথম কম্পন অনুভূত হয়। তবে এই ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

গত সোমবারই ভোররাতে কেঁপে উঠেছিল পঞ্জাব। কম্পন অনুভূত হয়েছিল অমৃতসর ও পার্শ্ববর্তী এলাকায়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.১। তার কয়েক দিন আগে পর পর দু’বার কেঁপে উঠেছিল দিল্লিও। গত সপ্তাহে মঙ্গলবার গভীর রাতে দিল্লিতে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.১। তার পর শনিবার রাজধানীতে আবার ভূমিকম্প হয়। সেই কম্পনের মাত্রা ছিল ৫.৪। উভয় ক্ষেত্রেই কম্পনের উৎসস্থল ছিল নেপাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement