তফসিল উপজাতির মর্যাদা দাবি করে ৬টি জনগোষ্ঠী রাজ্যে ৩৬ ঘণ্টার বন্ধ ডেকেছে। বন্ধের প্রথম দিন রাজ্যের বিভিন্ন অংশে হিংসাত্মক ঘটনা ঘটল। আহোম, মটক, মরাণ, চুতীয়া, কোচ-রাজবংশী ও চা জনগোষ্ঠী দীর্ঘদিন উপজাতি মর্যাদা দাবি করে আন্দোলন চালাচ্ছে। তাঁদের অভিযোগ, বিজেপি এ নিয়ে আশ্বাস দিলেও এখনও কাজ এগোয়নি। এ দিনের বন্ধে উজানি অসমে রাস্তা অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। নুমালিগড়ের বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। নাহরকটিয়া, নামরূপ, টিংখং এলাকায় বন্ধ হয়েছে। দোকানপাট খোলেনি। বন্ধ থাকে যানচলাচল। নামনি অসমের দুধনৈ, রংজুলি, ধনুভাঙা, ধূপধারাতে সব দোকান-দফতর বন্ধ ছিল। মাজুলিতে ফেরি পরিষেবাও বন্ধ ছিল। তিনসুকিয়ার ডাঙরি মরাণ ছাত্র সংগঠন ডাঙরি এক্সপ্রেস অবরোধ করে। লাকুয়া, চড়াইদেও, টেঙাপুখুরি, দলবাগান, মথুরাপুর-সহ শিবসাগর জেলার বিভিন্ন অঞ্চলে বন্ধ পালিত হয়। গোলাঘাট, বঙাইগাঁও, মরিয়ানি, গোঁসাইগাঁও, নাজিরা, টিয়ক, কাজিরাঙা, গেলেকিতে রাস্তা অবরোধ করে গ্রেফতার হয় বহু বন্ধ সমর্থক। কয়েকটি এলাকায় যাত্রিবাহী বাস ও গাড়িতে পাথর ছোঁড়ার ঘটনাও ঘটে।