গ্রাফিক—শৌভিক দেবনাথ।
দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। টোকিয়ো অলিম্পিক্সে পদকের লড়াইয়ে ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে নামছে ভারতীয় দল। আজ, মঙ্গলবার নজরে থাকবে এমনই সব গুরুত্বপূর্ণ খবরের দিকে।
সোমবার দিল্লি পৌঁছেছেন মমতা। তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এটিই তাঁর প্রথম দিল্লি সফর। চার দিনের সফরে রাজধানীতে ঠাসা কর্মসূচি রয়েছে মমতার। মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে মোদীর সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। আবার মঙ্গলবার থেকেই বিজেপি বিরোধী দলের নেতাদের সঙ্গেও একে একে বৈঠক করার কথা তৃণমূল নেত্রীর। তৃণমূল সূত্রে খবর, আজ মোদী ছাড়াও সর্বভারতীয় ক্ষেত্রে আরও তিন ওজনদার নেতার সঙ্গে বৈঠক করবেন মমতা। দুপুর ২টোয় রয়েছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের সঙ্গে বৈঠক। তার পরই রয়েছে কংগ্রেস নেতা আনন্দ শর্মার সঙ্গে। মাঝখানে কিছু সময় মোদীর সঙ্গে। তার পর ফের সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভির সঙ্গে বৈঠক। যাঁকে ইদানীং তৃণমূলের হয়ে একাধিক মামলা লড়তে দেখা গিয়েছে। সব মিলিয়ে আজ দিন ভর মমতার রাজধানী সফরের প্রতিটি পদক্ষেপের দিকে নজর থাকবে।
অলিম্পিক্সে এখনও পর্যন্ত মাত্র একটি পদক জিতেছে ভারতীয় দল। আজ তারা আরও পদক ম্যাচে নামবেন। বেলা ১২টা নাগাদ ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ পদক ম্যাচ রয়েছে। সেখানে দেখা যাবে দিব্যাংশ সিংহ পানোয়ার এবং দীপক কুমারদের। ওই একই সময়ে রয়েছে সোনার পদক ম্যাচটিও। তাতে অবশ্য কোনও ভারতীয় খেলোয়াড় নেই। এ ছাড়া আজ অলিম্পিক্সে মহিলাদের বক্সিং ইভেন্ট রয়েছে। নজর থাকবে সে দিকেও।
শ্রীলঙ্কা সফরে প্রথম টি-২০ ম্যাচে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। এ বার তাদের লক্ষ্য দ্বিতীয় টি-২০ ম্যাচ। আজ রাত ৮টায় রয়েছে ওই ম্যাচটি। ওই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেলেই টি-২০ সিরিজও জিতে যাবে বিরাট কোহলিরা। এর আগে একদিনের সিরিজ জিতেছিল ভারত। এ বার টি-২০ সিরিজও কি ঘরে তুলবে আজ নজর থাকবে তা-ও।
রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হয়েছেন জহর সরকার। আজ তিনি বিধানসভায় আসতে পারেন মনোনয়ন জমা দিতে। এ ছাড়া আবহাওয়ার খবরের দিকেও নজর থাকবে আজ। সোমবার কলকাতায়-সহ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে। আজ ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। অন্য দিকে, সোমবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন বিএস ইয়েদুরাপ্পা। মঙ্গলবার সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি। সে দিকেও নজর রাখা হবে। এ ছাড়া নজর থাকবে আফগানিস্তানের তালিবান পরিস্থিতির দিকেও।