ফাইল চিত্র।
রবিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। ওই দিনটি পালনের কথা জানিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। ইন্ডিয়া গেটে নেতাজির পূর্ণাবয়াব মূর্তি বসানোর কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে জন্মজয়ন্তীর আগে প্রজাতন্ত্র দিবসে নেতাজির ট্যাবলো নিয়ে তৈরি হয়েছিল রাজ্য কেন্দ্রের মধ্যে দ্বন্দ্ব। সেই আবহে রবিবার নজর থাকবে নেতাজি জন্মজয়ন্তীর প্রস্তুতি নিয়ে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
রাজ্যে করোনা আক্রান্ত
শুক্রবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নীচে নেমে ছিল। বিগত কয়েক দিনের তুলনায় যা কিছুটা কম। সংক্রমণের দিক থেকে শীর্ষে রয়েছে কলকাতা। শুক্রবার কলকাতায় ১৩৭৫ জন নতুন সংক্রমিতের খোঁজ মিলেছিল। যা কিছুটা নিম্নমুখী। ফের বাড়ে না কমে আজ সে দিকে নজর থাকবে।
গ্রাফিক- সনৎ সিংহ।
উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের নির্বাচন
সামনে রয়েছে উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে চলছে রাজনৈতিক দলগুলির মধ্যে তরজা। আবার এর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। পঞ্জাবের পাশাপাশি কংগ্রেসও ওই রাজ্যকে বেশি গুরুত্ব দিচ্ছে। উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ হতে পারেন প্রিয়ঙ্কা গাঁধী শুক্রবার এমন জল্পনাও তৈরি হয়েছে। ফলে যোগীর বিরুদ্ধে প্রিয়ঙ্কা মুখ হয় কি না নজরে থাকবে ওই দিকে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
আজ ভারত বনাম উগান্ডার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ রয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ওই ম্যাচটি শুরু হওয়ার কথা।