Syringe

একই সিরিঞ্জ বার বার, এইচআইভি আক্রান্ত ২১

হাতুড়ে ডাক্তারের গাফিলতিতে মারণ রোগের কবলে একাধিক রোগী। উত্তরপ্রদেশের উন্নাও জেলায় অপরিশোধিত সিরিঞ্জ একাধিক বার ব্যবহারের ফলে ২১ জনের শরীরে এইচআইভি সংক্রমণ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন ওই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এস পি চৌধুরী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:১৭
Share:

প্রতীকী ছবি।

হাতুড়ে ডাক্তারের গাফিলতিতে মারণ রোগের কবলে একাধিক রোগী। উত্তরপ্রদেশের উন্নাও জেলায় অপরিশোধিত সিরিঞ্জ একাধিক বার ব্যবহারের ফলে ২১ জনের শরীরে এইচআইভি সংক্রমণ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন ওই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এস পি চৌধুরী।

Advertisement

তিনি জানান, ওই অঞ্চলে এইচআইভি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় কারণ অনুসন্ধান করতে দুই সদস্যের দল গঠন করেছে স্বাস্থ্য দফতর। বাগরামাউ-এর প্রেমগঞ্জ ও চকমিরপুর এলাকায় ২৪ থেকে ২৭ জানুয়ারি মোট ৫৬৬ জনের রক্তপরীক্ষা করা হয়।

এদের মধ্যে ২১ জনের রক্ত এইচআইভি পজিটিভ মিলেছে। এর পর তদন্ত চালিয়ে দেখা যায় পাশের গ্রামের হাতুড়ে ডাক্তার রাজেন্দ্র কুমার কম পয়সায় চিকিত্সার টোপ দিয়ে দিনের পর দিন ব্যবহার করে চলেছেন অপরিশোধিত সিরিঞ্জ। যার ফলেই ২১ জন আক্রান্ত হয়েছে এইচআইভিতে।

Advertisement

আক্রান্তদের অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপির জন্য কানপুরে পাঠানো হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং বলেন, এই ধরনের অপরাধীর কড়া শাস্তি হওয়া প্রয়োজন। কোনও একটি অঞ্চলে সংক্রমণ ছড়ালে তা থেকে দ্রুত অন্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে।

সমীক্ষা বলছে, ২০১৬ সালের শেষে ভারতে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা ছিল ২১ লক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement