নীতীশ কুমার ও অমিত শাহ। ছবি: পিটিআই
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি দ্রুত শেষ করে ফেলতে চাইছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই বিষয়ে আলোচনা করতেই বৃহস্পতিবার সকালে পটনা গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
নীতীশের বাসভবনে নৈশভোজের আমন্ত্রণ রয়েছে অমিতের। সেখানেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আসন রফা নিয়ে দু’পক্ষের আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
এর আগে নীতীশের দল জেডিইউ জানিয়েছিল, বিজেপির সঙ্গে আসন ভাগাভাগির ক্ষেত্রে লোকসভা নির্বাচনে ২৫টি আসনেই তারা প্রার্থী দিতে চায়। তা না হলে ৪০টি আসনেই তাঁরা প্রার্থী দিতে চেয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অবশ্য জানিয়েছিলেন, আসন বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, বিজেপির তরফে ‘অফার’ জানার পরেই। নৈশভোজের পরই স্পষ্ট হয়ে যাবে বিহারের জোটপ্রক্রিয়া, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
আরও খবর: লোকসভা নির্বাচনে বিজেপি জিতলে ভারত হবে হিন্দু-পাকিস্তান, মন্তব্য শশীর
তার আগে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি ও দলের অবস্থা নিয়ে আলোচনা করেন। সারাদিন একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। বৃহস্পতিবার সকালে পটনার অতিথিশালায় নীতীশের সঙ্গেই প্রাতরাশ সারেন অমিত। সেখানেও দু’জনের মধ্যে আলোচনা হয়েছে বলেই মনে করা হচ্ছে।