Mumbai: কুড়ি বছর পর হারানো মাকে পাকিস্তানে খুঁজে পেলেন মুম্বইয়ের মহিলা! সৌজন্যে নেটমাধ্যম

কয়েক দিন আগে নেটমাধ্যমে একটি ভিডিয়ো দেখেন ইয়াসমিন। সেখানেই আটকে যায় তাঁর চোখ। ইয়াসমিন সঙ্গে সঙ্গে মাসি শাহিদাকে দেখান সেই ভিডিয়ো।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ১৬:১১
Share:

নেটমাধ্যমে মাকে দেখতে পান মেয়ে। ছবি: সংগৃহীত।

রুজির টানে মুম্বই থেকে দুবাই গিয়েছিলেন। কিন্তু আর ফেরেননি। অনেক চেষ্টা করেও মাকে খুঁজে পাননি মেয়ে। প্রায় ২০ বছর পর পাকিস্তানে মাকে দেখতে পেলেন মেয়ে। এমনটা সম্ভব হল শুধু নেটমাধ্যমের জন্য।

Advertisement

মুম্বইয়ের বাসিন্দা ইয়াসমিন শেখ। তিনি জানান, ২০ বছর আগে রান্নার কাজ নিয়ে দুবাই গিয়েছিলেন তাঁর মা হামিদা বানু। আগেও কাজের জন্য দুবাই গিয়েছেন। কাতারে কাজ নিয়ে দু’বছর পর পর বাড়ি ফিরে আসতেন। কিন্তু সে বার গিয়ে আর ফেরেননি। যে এজেন্টের মাধ্যমে মা ভিন্ দেশে গিয়েছিলেন, বার বার তাঁর কাছে ছুটে গিয়েছেন। কিন্তু তিনি বলেছিলেন, মা আর তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতে চান না। তা-ও খোঁজাখুঁজি করেছেন। কিন্তু মাকে আর পাননি।

কয়েক দিন আগে নেটমাধ্যমে একটি ভিডিয়ো দেখেন ইয়াসমিন। সেখানেই আটকে যায় তাঁর চোখ। ইয়াসমিন সঙ্গে সঙ্গে মাসি শাহিদাকে দেখান সেই ভিডিয়ো। তিনিও চিনতে পারেন বোনকে। ভিডিয়োয় তাঁরা শোনেন, ফেলে যাওয়া বাড়ি, স্বামীর নাম— সবই ঠিক বলছেন ওই মহিলা। এর পর নিশ্চিত হন তাঁরা।

Advertisement

শাহিদা জানান, বোনকে খুঁজে বের করার জন্য সব রকম চেষ্টা করেছিলেন। কিন্তু পরে ওই এজেন্টে পালিয়ে যান। বোনকে ফিরে পেতে সরকারের সহায়তা প্রার্থনা করেছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement