পণের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন বছর কুড়ির এক তরুণী। মৃত্যুর আগে একটি ভিডিওতে নিজের জবান রেকর্ড করে গিয়েছেন তিনি। বলেছেন, ‘‘মা, ক্ষমা কোরো, এটাই আমার সুইসাইড নোট।’’
মাস তিনেক আগে হায়দরাবাদের যাকুতপুরা এলাকার বাসিন্দা মহম্মদ ইরফানের সঙ্গে বিয়ে হয় অঞ্জুম ফইজান নামে ওই তরুণীর। বিয়ের পরেই পণের দাবিতে অঞ্জুমের উপর অত্যাচার শুরু হয়। ঘটনার দু’দিন আগেই অঞ্জুমের বাবা মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। মঙ্গলবার বিকেলে বাড়িতে মা ছাড়া কেউ ছিলেন না। সেই সুযোগে শৌচাগারে দরজা বন্ধ করে গলায় দড়ি দেন অঞ্জুম। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তবে মৃত্যুর আগে নিজস্বী ক্যামেরায় তোলা একটি ভিডিওয় সব কথা রেকর্ড করে গিয়েছেন তিনি। নিজের এই পদক্ষেপের জন্য মায়ের কাছে ক্ষমাও চেয়েছেন। জানিয়ে গিয়েছেন শ্বশুরবাড়ির অত্যাচারের কথাও।
পুলিশ জানায়, অঞ্জুমের বিয়েতে তাঁর বাবা ইরফানকে ৫০ হাজার টাকা, ১১৬ গ্রাম সোনা–সহ আরও নানা কিছু পণ হিসেবে দিয়েছিলেন। ইরফান ও তাঁর মা-বোন পলাতক।