Bee Attack

Bee Attack: মৌমাছির হামলায় আহত ২০, তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক

৪০ জনের একটি দল চন্দ্রগিরি থেকে থাঠিকোনা গুট্টায় যাচ্ছিলেন। একটি মৌচাক দেখতে পেয়ে দলের কয়েক জন ঢিল ছোড়েন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৮:২৫
Share:

প্রতীকী ছবি।

মৌমাছির হামলায় আহত হলেন তিন শিশু-সহ অন্ততপক্ষে ২০ জন। শিশুদের অবস্থা সঙ্কটজনক বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। রবিবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ৪০ জনের একটি দল চন্দ্রগিরি থেকে থাঠিকোনা গুট্টায় যাচ্ছিলেন। পথের মাঝে একটি গাছে বিশাল মৌচাক দেখতে পান তাঁরা। ওই দলেরই কয়েক জন মৌচাকে ঢিল ছোড়েন। তার পরই ঝাঁকে ঝাঁকে মৌমাছি ওই দল লক্ষ্য করে উড়ে আসে।

মৌমাছির হামলা থেকে কয়েক জন নিজেদের বাঁচাতে পারলেও অন্ততপক্ষে ২০ জন আহত হন এই হামলায়। তাদের মধ্যে তিন শিশুও ছিল। সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলছে তাঁদের। তবে স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শিশুগুলি গুরুতর আহত হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement