নদীতে ঝাঁপ দিচ্ছে যুবক। প্রতীকী ছবি: শাটারস্টক।
টিকটক অ্যাপের মাধ্যমে তৈরি করা স্টান্ট দেখানোর ভিডিয়ো নিয়ে যুবসমাজের একাংশ মশগুল। এই আসক্তির মাসুল প্রায়শই দিতে হচ্ছে যুব সম্প্রদায়কে। ভিডিয়ো তৈরির সময় অসাবধানতায় ঘটে যাচ্ছে দুর্ঘটনা। যেমন সম্প্রতি উত্তরপ্রদেশের দুই যুবক দানিশ ও আশিক টিকটক ভিডিয়ো বানাতে জনবহুল ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়েছিল। দানিশকে স্থানীয়রা বাঁচাতে পারলেও ঘটনার পর নিখোঁজ আশিক।
সোমবার সন্ধ্যাবেলা এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় ছোটি গণ্ডক নদীর উপর। ঘটনার পর নিখোঁজ আশিকের খোঁজ চালাচ্ছেন ডুবুরিরা। দেওরিয়া সিটি পুলিশের এসএইচও রাজেন্দ্র সিংহ বলেছেন, “নিখোঁজের দেহ উদ্ধারের জন্য খোঁজ চালাচ্ছে ডুবুরির একটি দল।”
সোমবার এই ঘটনা ঘটার পরই ওই ঘাটের কাছে ভিড় জমে যায়। তার পর সেখানে আসে পুলিশ। পুলিশ এসে প্রত্যক্ষদর্শীদের থেকে বয়ান নথিভুক্ত করে। সেখানে উপস্থিত ব্যক্তিরা জানিয়েছেন, ব্রিজ থেকে প্রথমে ঝাঁপ মারে দানিশ। তখন সেটির ভিডিয়ো করছিল আশিক। সঙ্গে এই কাজের জন্য দানিশকে উৎসাহিতও করছিল। এর পরই হঠাৎই ঝাঁপ দেয় সে-ও।
এই পুলিশ অফিসার জানিয়েছেন, দানিশ আদতে হায়দরাবাদের বাসিন্দা। এখানে সে এসেছিল এক আত্মীয়ের বাড়ি। এখানে এসে তাঁর আলাপ হয় অটোচালক আশিকের সঙ্গে।
আরও পডুন: চোরাশিকারীদের হাতে মৃত মাকে জাগাতে গন্ডার শাবকের আকুতিতে নেটিজেনদের চোখে জল
আরও পডুন: টিকটক ভিডিয়ো দেখে তিন বছর আগে পালিয়ে যাওয়া স্বামীকে খুঁজে পেলেন স্ত্রী!