journalist

Journalist: অশান্তির খবর সংগ্রহের ‘অভিযোগ’, দুই মহিলা সাংবাদিককে আটক করল ত্রিপুরা পুলিশ

ওই পোস্টে বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে দরগাবাজার এলাকার একটি মসজিদের ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল।

Advertisement

সংবাদ সংস্থা

গুয়াহাটি শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২১ ০০:২৩
Share:

সমৃদ্ধি সাকুনিয়া ও স্বর্ণা ঝা। —নিজস্ব চিত্র।

ত্রিপুরায় সম্প্রতি ঘটে যাওয়া অশান্তির ঘটনার খবর সংগ্রহ করতে যাওয়ার অভিযোগে দুই মহিলা সাংবাদিককে আটক করা হল অসমে। বিশ্ব হিন্দু পরিষদের এক সমর্থকের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই সমৃদ্ধি সাকুনিয়া ও স্বর্ণা ঝা নামে ওই দুই সাংবাদিককে আটক করা হয়েছে। সমৃদ্ধিই টুইটে জানিয়েছেন, অসমের কমিরগঞ্জের নিলামবাজার থানায় তাঁদের আটকে রাখা হয়েছে। তিনি এ-ও জানান, ত্রিপুরার গোমতি জেলার পুলিশ সুপারের নির্দেশ মেনে আটক করা হয়েছে তাঁদের। এর পরই এই ঘটনার তীব্র নিন্দা করেছে এডিটরস্ গিল্ড। সংগঠনের তরফে ওই দুই সাংবাদিককে মুক্তির দাবিও জানানো হয়েছে।

Advertisement

ত্রিপুরায় হিংসার ঘটনা চলাকালীন নেটমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছিল। ওই পোস্টে বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে দরগাবাজার এলাকার একটি মসজিদের ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল। যদিও ওই অভিযোগ সম্পূর্ণ ভুয়ো বলেই জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সে ব্যাপারেই খবর সংগ্রহ করতে গিয়েছিলেন সমৃদ্ধি ও স্বর্ণা।

দুই সাংবাদিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিমানবন্দর যাওয়ার পথে তাঁদের আটক করা হয়। নিলামবাজার থানায় তাঁদের সাড়ে তিন ঘণ্টা বসিয়ে রাখার পর ত্রিপুরা পুলিশের একটি দল এসে তাঁদের আগরতলা নিয়ে যায়। সেখানে একটি হোটেলে তাঁদের আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। নোটিস ধরিয়ে ২১ নভেম্বর তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ত্রিপুরা পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement