আহতদের নিয়ে যাওয়া হয়েছে রাজৌরির মেডিক্যাল কলেজ হাসপাতালে। ছবি : টুইটার থেকে।
জম্মু এবং কাশ্মীরের একটি গ্রামে ঢুকে এলোপাথাড়ি গুলি চালালো দুই বন্দুকধারী। রাজৌরি জেলার ওই গ্রামে এই ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর। গুলি লেগে অন্তত ৮ জন জখমও হয়েছেন বলে জানিয়েছে ওই সংবাদ মাধ্যমগুলি। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় বন্দুকধারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে প্রাথমিক অনুমান, ঘটনাটি কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্যদের কাজ।
এই নিয়ে গত ১৫ দিনে উপত্যকার সাধারণ নাগরিকদের উপর হামলার দ্বিতীয় ঘটনা এটি। গত ১৬ ডিসেম্বর এই রাজৌরিতেই সেনার শিবিরের সামনে গুলি চালিয়ে হত্যা করা হয় দুই নাগরিককে। রবিবারের ঘটনাটি ঘটে সন্ধ্যা বেলায়। রাজৌরির ডাংড়ি গ্রামের তিনটি বাড়িতে হামলা চালানো হয়। অন্তত দু’জন বন্দুকধারী গ্রামে ঢুকে ওই তিনটি বাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালান। তাতেই মৃত্যু হয় ৩ গ্রামবাসীর। গুরুতর জখম হন অন্তত ৮ জন। যদিও জম্মু এবং কাশ্মীরের পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল মুকেশ সিংহ বলেন, ‘‘দু’জন নাগরিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন চারজন।’’ তবূে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মৃতের সংখ্যা তার পর বেড়েছে। এবং যাঁরা জখম হয়েছেন, তাঁদের প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রেই জানা গিয়েছে, আহতদের রাজৌরির মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসাও শুরু হয়েছে।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)