প্রতীকী ছবি।
ট্রাক্টর-ট্রলি খালে পড়ে যাওয়ায় মৃত্যু হল ১৪ মহিলা এবং এক শিশুর। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ঘটনায় আহত হয়েছেন সাত জন।
হায়দরাবাদ থেকে ৭০ কিলোমিটার দূরে ইয়াদাদরি জেলায় দুর্ঘটনাটি ঘটে রবিবার সকালে। পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন, এ দিন সকাল দশটা নাগাদ লক্ষ্মাপূরম জেলায় মুসি নদীর খালে পড়ে যায় ট্রাক্টরটি।
স্থানীয়রা জানিয়েছেন, ট্রাক্টরটিতে কুড়ি জনের বেশি যাত্রী ছিলেন। সামনে দিক থেকে একটি মোটরবাইক চলে আসায় ট্রাক্টরের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর তখনই খালে পড়ে যায় ট্রাক্টরটি।
আরও পড়ুন: মায়া-অখিলেশের বোঝাপড়া, দল ভাঙানো বন্ধ
আরও পড়ুন: রেস করতে গিয়েই দুর্ঘটনা? কলকাতায় মৃত্যু ম্যানেজমেন্ট পড়ুয়ার
পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনায় আহত হয়েছেন সাত জনের বেশি। তাঁদের স্থানীয় হাসতাপালে ভর্তি করানো হয়েছে।
যদিও ট্রাক্টরটি কোথা থেকে কোথায় যাচ্ছিল সে বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি।