তিন বাইকে ১৪ ‘সু’জন, পুলিশ অবশ্য কুকীর্তির জন্য শাস্তিই দিল তাদের

ভিডিয়োটি ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে। দেখা যায় একটি বাইকে ৬ জন এবং অন্য দু’টি বাইকে চার জন করে আরোহী রাস্তায় তাঁদের কেরামতি দেখাচ্ছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ১২:৩১
Share:

তখনও চলছে কেরামতি। আইন ভেঙে একই বাইকে সওয়ার ৬ জন আরোহী। প্রতীকী ছবি।

তেঁতুল পাতায় ন’জন— অল্প জায়গায় গুছিয়ে বসতে পারাকে এখনও অনেক ক্ষেত্রে গুণ বলেই মনে করা হয় সমাজে। উত্তরপ্রদেশের বরেলীর পুলিশ যদিও মোটেই তেমন ভাবল না। তিনটি বাইকে চেপে ১৪ জন আরোহী নেমেছিলেন রাস্তায়। তাঁদের সেই ভিডিয়ো ভাইরাল হতেই দ্রুত পদক্ষেপ করল পুলিশ।

Advertisement

ভিডিয়োটি ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে। দেখা যায় একটি বাইকে ৬ জন এবং অন্য দু’টি বাইকে ৪ জন করে আরোহী রাস্তায় তাঁদের কেরামতি দেখাচ্ছেন। যেখানে আইনত একটি বাইকে বসার নিয়ম ২ জনের! ভাইরাল হওয়া সেই ভিডিয়ো পুলিশের চোখে পড়তেই তৎপর হয় তারা। বরেলীর দেওরানিয়া থানায় অভিযোগ দায়ের করে খুঁজে বের করা হয় বাইকারোহীদের। বাজেয়াপ্ত করা হয় তিনটি বাইকও।

বরেলীর পুলিশ কর্তা অখিলেশ কুমার চৌরাশিয়া জানিয়েছেন, এ ব্যাপারে তথ্য হাতে আসার পরই দ্রুত পদক্ষেপ করা হয়। আরোহীদেরও থানায় এনে জেরা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement