ফের ত্রিপুরা যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। বিধানসভায় রয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র বৈঠক। পঞ্চম দিনে 'পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ' বিজেপি-র। লর্ডসে ভারত ও ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন। আজ, শুক্রবার নজর থাকবে এমনই সব গুরুত্বপূর্ণ খবরের দিকে।
আজ ফের ত্রিপুরা যেতে পারেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু-সহ চার সাংসদ। এর আগে দলীয় কর্মীদের উপর হামলার প্রতিবাদে সেখানে গিয়েছিলেন তৃণমূল নেতারা। ওই সফরে বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এ বার কোনও বিক্ষোভ নয়। ১৫ অগস্ট স্বাধীনতা দিবস ও ১৬ অগস্ট খেলা হবে দিবস পালন জন্য ত্রিপুরা যাচ্ছেন ব্রাত্যরা। তাঁদের ওই সফরের দিকে নজর থাকবে আজ।
এর আগে পিএসি-র প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন না কমিটির চেয়ারম্যান মুকুল রায়। তৃণমূলের অন্য বিধায়করা বৈঠক করেছিলেন। আজ পিএসি-র দ্বিতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে বিধানসভায়। দুপুর ১২টা নাগাদ হতে পারে ওই বৈঠক। বিরোধী দল হিসেবে বিজেপি আগেই সব কমিটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। ফলে আজকের বৈঠকে বিজেপি-র কোনও প্রতিনিধি থাকবেন না। তবে ওই বৈঠকে আজ মুকুল আসেন কি না নজর থাকবে সে দিকে।
পেগাসাস-কাণ্ড, কৃষি আইন-সহ একাধিক বিষয়ে এ বার নজিরবিহীন ভাবে বাদল অধিবেশনে অচলাবস্থা বজায় রেখেছে বিরোধীরা। ওই সব বিষয়ে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাব চেয়ে এসেছে। আজ অধিবেশনের শেষ দিনে বিজেপি-র কোনও বড় নেতাকে সমাপ্তি ভাষণ দিতে দেখা যেতে পারে। ফলে নজর থাকবে সংসদের অধিবেশনের দিকেও।
বিধানসভা ভোটে ভরাডুবির পর রাজ্য কমিটির প্রথম বৈঠকে বসে সিপিএম। বৈঠকের শেষ দিনে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এ ছাড়া আজ পঞ্চম দিনে পড়ল বিজেপি-র ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’ কর্মসূচি। তৃণমূলের খেলা হবে দিবসের আগেই আজ পশ্চিম মেদিনীপুরের দাসপুরের একটি ফুটবল ম্যাচে উপস্থিত থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে নজর থাকবে এই সংক্রান্ত খবরগুলির দিকেও। এ ছাড়া বিকেল সাড়ে ৩টে থেকে নজর থাকবে লর্ডসের দিকে। আজ ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন।