উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর থেকে গোটা ভারত জুড়ে পাকিস্তান বিরোধী স্বর তীব্র। সন্ত্রাসের মদতদাতাদের যোগ্য জবাব দেওয়ার দাবি উঠেছে। যে সব পথে পাকিস্তানকে জবাব দেওয়ার কথা ভাবা হচ্ছে, তার মধ্যে অন্যতম হল সিন্ধু জল চুক্তি বাতিল করার ভাবনা। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ, সোমবার, উচ্চ পর্যায়ের বৈঠকও করেছেন এবং বলেছেন, ‘‘রক্ত ও জল এক সঙ্গে বইতে পারে না।’’ যে সিন্ধু জল চুক্তিকে নিয়ে এত হইচই, সেই চুক্তিতে ঠিক কী রয়েছে? চুক্তি বাতিল হলেই বা কী হতে পারে? দেখে নেওয়া যাক এক ঝলকে:
আরও পড়ুন- রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না, হুঁশিয়ারি মোদীর
আরও পড়ুন- এ বার দুর্গা মা নতুন রূপে আনন্দ উৎসবে
আরও পড়ুন- উত্তর কলকাতার সব সেরা পুজোর ঠিকানা