পুলিশ জানিয়েছে, ওই শিশুদের বাড়িতে থেকে এনে পশুচারণের কাজে লাগানো হয়েছিল। ছবি: প্রতীকী
১২ জন শিশুকে জোর করে কাজ করানোর অভিযোগে আটক আট জন। পুলিশ জানিয়েছে, ওই শিশুদের বাড়িতে থেকে এনে পশুচারণের কাজে লাগানো হয়েছিল। দাসশ্রমিক হিসাবে তাদের খাটানো হত। মহারাষ্ট্রের আহমেদনগর জেলার ঘটনা।
পুলিশ জানিয়েছে, দাসশ্রমিক (বিলুপ্তিকরণ) আইন, তফসিলি জাতি ও জনজাতি আইনে তিনটি মামলা দায়ের হয়েছে আহমেদনগর জেলার তিন থানায়। ঠাণের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। ভারতীয় দণ্ডবিধি এবং নাবালক বিচার আইনেও অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ এনেছে পুলিশ।
উদ্ধার হওয়া শিশুগুলির বয়স সাত থেকে ১৫ বছর। তারা মহারাষ্ট্রের নাসিক এবং আহমেদনগরের বাসিন্দা। উদ্ধারের পর ওই ১২ জন শিশুকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।