Accident

ঘুমিয়ে পড়েছিলেন চালক! বাসে গিয়ে ধাক্কা এসইউভির, মৃত ২ শিশু-সহ ১১ জন

এসইউভিতে সওয়ার ছিলেন শ্রমিক এবং তাঁদের পরিবার। মহারাষ্ট্রের অমরাবতী থেকে বেতুলে নিজেদের বাড়িতে ফিরছিলেন। পথে ঝাল্লার থানার কাছে খালি বাসের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২২ ১২:৪৪
Share:

ঝাল্লার থানার কাছে খালি বাসের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। ছবি: টুইটার।

ভোর রাতে এসইউভি এবং বাসের সংঘর্ষ। মারা গেলেন ১১ জন। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও। বৃহস্পতিবার রাত প্রায় ২টো ৩০ মিনিট নাগাদ মধ্যপ্রদেশের বেতুলে এই দুর্ঘটনা হয়। ঘটনায় শোকপ্রকাশ করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

এসইউভিতে সওয়ার ছিলেন শ্রমিক এবং তাঁদের পরিবার। মহারাষ্ট্রের অমরাবতী থেকে বেতুলে নিজেদের বাড়িতে ফিরছিলেন। পথে ঝাল্লার থানার কাছে খালি বাসের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। পুলিশের প্রাথমিক অনুমান, রাতে গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। তার ফলেই বাসে গিয়ে ধাক্কা দেয় সেটি।

সাব ইনস্পেক্টর শিবরাজ সিংহ ঠাকুর জানিয়েছেন, গাড়িতে ছিলেন ছ’জন পুরুষ, তিন জন মহিলা, পাঁচ বছরের একটি মেয়ে এবং একটি শিশু। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল, যে ঘটনাস্থলেই মারা গিয়েছেন ১১ জন। পরে গাড়ি কেটে বার করা হয় দেহগুলি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

টুইট করে ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। জানিয়েছেন, ঘটনায় মৃতদের পরিবারেকে দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement